বিষয়বস্তুতে চলুন

পাতা:মুরলী.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মুরলী।
৪১
৪০
নাম মাহাত্ম্য।
গৌরী—আড়া।

বিশ্ব মঙ্গল কীর্ত্তনে—
দীপ্ত তপন চন্দ্র তারকা
গাহে গো সকলে গগনে।
কুলু কুলু তান
জাহ্নবীর গান
তোমার বিশ্ব ভবনে;
ফুটিছে কুসুম
ছুটি’ছে গন্ধ
তোমারি পূজার কারণে।
ওই দ্বিজ কুল
হইয়া আকুল
ডাকি’ছে তোমারে সঘনে,
শ্রীমঙ্গল দ্বার খোলহে তোমার
দাওহে শরণ চরণে।