পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৩৮
মুর্শিদাবাদ-কাহিনী

মুর্শিদাবাদ-কাহিনী পরিবর্তন হইয়াছে। যে-স্থানে আম্রকুঞ্জ ছিল, তাহার অধিকাংশ ভাগীরথীগর্ভস্থ হইয়াছিল; এক্ষণে কিয়দংশ আবার চররূপে নূতন আকার ধারণ করিয়াছে। বাঁকের পশ্চিমে ভাগীরথীর প্রাচীন গর্ভের নিদর্শন দেখা যায়; বর্ষাকালে তাহ৷ জলপ্লাবিত হইয়া থাকে। বিংপাড়ার পারঘাটের নিকট তাহার উত্তরদিকের মুখ দেখিতে পাওয়া যায়। দক্ষিণদিকের অনেক অংশ পূর্ণ হইয়া গিয়াছে।

 আম্রকুঞ্জের শেষে বৃক্ষটি ১৮৭৯ খ্রীঃ অব্দে শুদ্ধ হওয়ায়, তাহার মূল খনন করিয়া ইংলণ্ডে পাঠান হয়। গোলার আঘাতে বৃক্ষটিতে ছিদ্র হইয়াছিল। উক্ত বৃক্ষ আম্রকুঞ্জের উত্তর-পশ্চিম কোণের বৃক্ষ বলিয়া প্রতীত হয়। ১৮০২ খ্রীঃ অব্দে ভ্যালেন্টাইন সাহেব পাল্কী আরোহণে পলাশীপ্রান্তর দিয়া গমন করিয়াছিলেন। তিনি কুঞ্জটি দেখিয়াছিলেন বলিয়া উল্লেখ করিয়া গিয়াছেন। বর্তমান পলাশী গ্রামের উত্তর-পূর্বে ও নবগ্রাম তেজনগরের দক্ষিণ-পূর্বে একটি আমবৃক্ষ আছে। লোকে বলিয়া থাকে যে, অষ্টাদশ শতাব্দীর আম্রকুঞ্জ বা লাখবাগের দক্ষিণ-পূর্ব কোণের আমবৃক্ষের নিকট তাহারই বীজ হইতে উক্ত বৃক্ষের উৎপত্তি হইয়াছে। যেখানে শেষ আবৃক্ষটি ছিল, অর্থাৎ যাহা ১৮৭৯ খ্রীঃ অব্দে শুকাইয়া যায়, তাহা হইতে প্রায় ৬০/৭০ হস্ত দক্ষিণ-পূর্বে বেঙ্গল গবর্নমেন্ট কর্তৃক ১৮৮৩ খ্রীঃ অব্দে একটি গ্রানাইট প্রস্তরের বিজয়স্তম্ভ নিমিত হইয়াছিল। ১৯০৯ খ্রীঃ অব্দে লর্ড কর্জনের অনুমতিক্রমে তদপেক্ষা একটি বৃহৎকায় মনুমেন্ট ও তাহার নিকট দর্শকগণের বিশ্রামের জন্য একটি গৃহ নিমিত হইয়াছে। তদৃভিন্ন রেনেলের যুদ্ধ-চিত্রানুযায়ী উভয় পক্ষের সৈন্য-সংস্থান-প্রদর্শনের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্তম্ভও স্থাপিত হইয়াছে।[১] পুরাতন স্তম্ভের নিকট একটি তিন্তিড়ী ও বওলা বৃক্ষের ছায়াতলে দৌলত আলি নামে জনৈক মুসলমান সৈনিক কর্মচারীর সমাধি আছে; কেহ কেহ তাহাকে আকবর আলিও বলিয়া থাকে। দৌলত আলি পলাশীযুদ্ধে প্রাণত্যাগ করেন বলিয়া কথিত। তাহার সমাধিকে হিন্দু-মুসলমানে সমভাবে সম্মান করিয়া থাকে। অষ্টাদশ শতাব্দীর আম্রকুঞ্জের ও পুরাতন বিজয়স্তম্ভের নিকট একখানি নূতন গ্রাম স্থাপিত হইয়াছে; তাহাকে তেজনগর কহে। তেজনগরের পশ্চিমপারে রামনগর কুঠি, রামনগর পূর্বেও ভাগীরথীর পশ্চিম পারেই ছিল; রেনেলের মানচিত্রে তাহাই দেখা যায়। পলাশীগ্রাম হইতে তেজনগর প্রায় অর্ধক্রোশ উত্তরে অবস্থিত। পূর্বোক্ত নবজাত আম্রবৃক্ষ হইতে প্রায় ১৮০০ হস্ত উত্তরে পূর্ত বিভাগের পুরাতন বাঙ্গলার নিকটে কতকগুলি উচ্চ

  1. পুরাতন স্তম্ভে এইরূপ লিখিত ছিল?

    PLASSEY

    Erected by the Bengal Government, 1883. কিন্তু নূতন স্তম্ভে পলাশীযুদ্ধে উপস্থিত ইংরেজ সৈন্য ও সেনাপতিগণের বিবরণ প্রদত্ত হইয়াছে।