পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মহারাজ নন্দকুমার
২২১


যদি আমাকে বিশ্বাস না করেন, তাহা হইলে আমাকে নিস্কৃতি প্রদান করুন, আমি সপরিবারে অন্যত্র বাস করিতেছি। ১৭ কিন্তু গভর্নর তাহার আবেদন গ্রাহ্য করেন नाइँ।

  অতঃপর ইংরেজদিগের সহিত মীর কাসেমের ঘোরতর বিবাদ উপস্থিত হয় এবং ইংরেজের পুনর্বার মীরজাফরকে নবাবী প্রদান করিতে ইচ্ছা করেন। মীরজাফর এবার নন্দকুমারকে ছাড়িতে চাহিলেন না; তিনি নন্দকুমারকে নিজের দেওয়ান করিবার জন্য কাউন্সিলের সভ্যদিগকে বারংবার পীড়াপীড়ি করিতে লাগিলেন। সভ্যগণ প্রথমে কিছুতেই স্বীকৃত হন নাই; পরে মীরজাফর খাঁর অত্যন্ত অনুরোধে তাহারা নন্দকুমারকে মীরজাফরের দেওয়ান হইতে অনুমতি দিলেন। মীরজাফর তীহাকে খালসার দেওয়ানী পদে নিযুক্ত করিয়া, তাহাকে সঙ্গে লইয়া মীর কাসেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলেন। পরে বাদশাহের সহিত তাঁহাদের সন্ধি স্থাপিত হইলে, নবাব তাঁহাকে বিশেষ অনুরোধ করিয়া নন্দকুমারকে ‘মহারাজ উপাধি প্রদান করাইলেন এবং অবশেষে নিজেও সে উপাধি দৃঢ় করিয়া দিলেন। তদবধি দেওয়ান নন্দকুমার মহারাজ নন্দকুমার নামে অভিহিত হইয়া আসিতেছেন।

 পূর্বে বলা হইয়াছে যে, নন্দকুমার ইংরেজদেগের হস্ত হইতে মীরজাফরকে উদ্ধার করিতে কৃতসঙ্কম্প হন। মীর কাসেমকে পদচ্যুত করিয়া পুনর্বার মীরজাফরকে নবাবী দেওয়ায়, ইংরেজদেগের প্রতি তাঁহার ঘৃণা আরও বধিত হয় এবং তাহাদের চাতুরী তিনি আরও স্পষ্টরূপে বুঝিতে পারেন। তিনি ক্রমাগত ইংরেজ ক্ষমতাহাসের উপায় দেখিতে লাগিলেন। তাঁহারা বিহারে গমন করিলে, মীর কাসেম ইংরেজদেগের হস্তে সম্পূর্ণরূপে পরাজিত হইয়া, বাদশাহ শাহ আলম ও অযোধ্যার নবাব-উজীর সুজা উদ্দৌলার শরণাপন্ন হন। কাশীর রাজা বলবন্ত সিংহ, সুজা উদ্দৌলার পক্ষীয় একজন প্রধান সেনাপতি ছিলেন। এই বলবন্ত সিংহ কাশীর উৎপীড়িত রাজা চেৎসিংহের পিতা। নন্দকুমার, বাদশাহ ও নবাব-উজীরকে ইংরেজদিগের ঘোরতর প্রতিদ্বন্দ্বী দেখিয়া, ইংরেজদিগের ক্ষমতা তুসের জন্য তাঁহাদের সহিত নানারূপ পরামর্শ করিতে প্রবৃত্ত হন। তিনি উক্ত বিষয়ে বলবন্ত সিংহকে যে-সকল পত্র লেখেন, তন্মধ্যে একখানি পত্র ইংরেজদিগের হস্তগত হওয়ায়, ইংরেজেরা তাহার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হইলেন। ইংরেজসেনাপতি জেনারেল কার্নাক তাহাকে প্রহরিহস্তে সমপণ করিয়া, কলিকাতায় পাঠাইতে ইচ্ছা করিলে, সকলে মধ্যস্থ হইয়া তাহার ক্লোধের উপশম করিয়াছিলেন। এই সময়ে রাজা নবকৃষ্ণও নাকি নন্দকুমারের জন্য অনুরোধ করিয়াছিলেন। নবকৃষ্ণ তৎকালে মেজর আডামৃসের বেনিয়ানের কাজ করিতেন।

 বক্সারের যুদ্ধের পর বাদশাহ ও নবাব-উজারের সহিত ইংরেজদেগের সন্ধি স্থাপিত

 ১৭ Long’s Selection, p. 310.