পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২২৮
মুর্শিদাবাদ-কাহিনী
২২৮

२२४ মুর্শিদাবাদ-কাহিনী তাহার বুদ্ধিমত্তায় ইংরেজেরাও স্তম্ভিত, সে সময়ে নবকৃষ্ণ মুন্সিগিরি বা বেনীয়ানী করিতেন । নন্দকুমারের শ্ৰীবৃদ্ধি তাহার প্রাণে সহ্য হইল না । তিনি বরাবরই নন্দকুমারকে হিংসার চক্ষে দেখিতেন । যখন ক্লাইব নন্দকুমারকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন, সেই সময় নবকৃষ্ণ র্তাহার অধীনতায় সামান্য মুন্সিগিরি কার্ষে নিযুক্ত ছিলেন । নন্দকুমারের এত সম্মান তাহার প্রাণে সহ্য হইবে কেন ? তাহার পর যে অবধি তিনি ইংরেজদেগের চক্ষুশূল হইয়া উঠেন, তখন হইতে নবকৃষ্ণ র্তাহার নিন্দা করিয়া ইংরেজমহলে আপনার প্রতিপত্তি বাড়াইবার চেষ্টা করিতে লাগিলেন । র্তাহারই পরামর্শক্ৰমে ইংরেজের নন্দকুমারের উপর মহাকুদ্ধ হইয়াছিলেন। কমে নন্দকুমারের পতন হইলে, নবকৃষ্ণ বাঙ্গালীদিগের মধ্যে ক্ষমতাবান হইয়া উঠেন । যথেষ্ট অর্থ ও নানাবিধ পদের ক্ষমতা লাভ করিয়া, তিনি দেশের লোকের উপর স্বীয় ক্ষমতা প্রকাশ করিতে আরম্ভ করেন । সকলে আসিয়া নন্দকুমারের আশ্রয় লয় । আমরা দেখাইয়াছি যে, যে ব্যক্তি নন্দকুমারের আশ্রয় লয়, তিনি শত বিপদ মাথায় লইয়াও তাহার উপকারে অগ্রসর হন । তজ্জন্য তিনি নিজে কতই না কষ্ট পাইয়াছেন, তথাপি লোকের উপকার করিতে বিরত হন নাই । নবকৃষ্ণ উৎকোচগ্রহণ ও গৃহস্থের পরিবারবর্গের সতীত্ব নাশ প্রভৃতির দ্বারা নিন্দনীয় হইয়া উঠেন, অন্ততঃ এই মর্মে র্তাহার নামে অভিযোগ উপস্থিত হয়। যদিও তাৎকালিক ইংরেজদেগের প্রিয়পাত্র, নবকৃষ্ণ তাহা হইতে নিস্কৃতি পাইয়াছিলেন, তথাপি সাধারণ লোকের মনে সে সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা বলিয়া প্রতীত হয় নাই । আমরা দুই একটি মোকৰ্দমার উল্লেখ করিতেছি । রামনাথ দাস নামে এক ব্যক্তি নবকৃষ্ণের নামে ৩৬ হাজার টাকা উৎকোচগ্রহণের অভিযোগ উপস্থিত করিয়াছিল । * B গোকুল সোনার নামে আর একজন এই বলিয়া আবেদন করিয়াছিল যে, রাম সোনার ও রাম বেনিয়া নামে নবকৃষ্ণের দুইজন লোক একজন হরকরার সহিত তাহার বাটতে প্রবেশ করিয়া নবকৃষ্ণের জন্য তাহার ভগিনীকে বলপূর্বক ধরিয়া লইয়া যায়। নবকৃষ্ণ তাহাকে একরাত্রি আবদ্ধ রাখিয় তাহার সতীত্ব নষ্ট করেন। ২ নৗবু নামক আর একটি ব্রাহ্মণীর সতীত্ব নষ্ট করিয়াছিলেন বলিয়া তাহার স্বামী অভিযোগ উপস্থাপিত করিয়াছিল। কিন্তু নবকৃষ্ণ এই সমস্ত অভিযোগ হইতে নিস্কৃতি পাইয়াছিলেন।** নন্দকুমারের শত্ৰুপক্ষীয়েরা বলেন যে, এই সমস্ত মিথ্যা অভিযোগ নন্দকুমারের পরামর্শফ্রমেই উপস্থাপিত করা হয় । রাজা নবকৃষ্ণ ঐ সকল ভয়াবহ কার্য করিয়াছিলেন কিনা, জানি না । কিন্তু তৎকালে ধর্ম ও নীতিহীন, স্বার্থপর লোকদিকের অসাধ্য R8 Bolt's Indian Affairs, p. 100. Also Long's Selection. $6 Bolt's Indian Affairs, p. 96. Su Barwell's Letter, also Long's Selection.