পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৯২
মুর্শিদাবাদ-কাহিনী
২৯২

২৯২ মুর্শিদাবাদ-কাহিনী ৪৫,ooo টাকা উৎকোচ লইয়াছেন এবং গবর্নর হেস্টিংস নজর বলিয়া ১৫,ooo, ভান্সিটার্টসাহেব ১২.ooo, রাজা রাজবল্লভ ৭,ooo ও কৃষ্ণকান্ত ৫,ooo লইয়াছেন । কিন্তু কিছুকাল পরে হেস্টিংসসাহেবের প্ররোচনায় উক্ত কমলউদ্দীন সুপ্রীমকোর্টে এই অভিযোগ উপস্থিত করে যে, নন্দকুমার ও ফাউকসাহেব তাহার নিকট হইতে বলপূর্বক উক্ত আজি লিখাইয়া লইয়াছেন। হেস্টিংস ও বারওয়েল এই ছল ধরিয়া নন্দকুমার প্রভৃতির নামে এক ষড়যন্ত্রের অভিযোগ উপস্থাপিত করেন। কিন্তু ভান্সিটার্ট, রাজবল্লভ ও কাস্তবাবু প্রথমে অভিযোগের ইচ্ছা করিলেও পরে মোকৰ্দমা উঠাইয়া লন । এই সমস্ত কথা নন্দকুমার প্রবন্ধে উল্লিখিত হইয়াছে । ই হেস্টিংসের বিচারের সময়ও উৎকোচগ্রহণ লইয়া অত্যন্ত আন্দোলন হইয়াছিল এবং তাহাতে গঙ্গাগোবিন্দসিংহ ও কান্তবাবু যে বিশেষরূপে লিপ্ত ছিলেন, মহামতি বার্ক তাহা পুনঃপুনঃ প্রদর্শন করেন। তিনি বলেন যে, বঙ্গদেশে ভিন্ন ভিন্ন প্রদেশ হইতে এই দুই জনের দ্বারা উৎকোচ আদায় করা হইত। এক সময়ে এই দুই জনে নয় লক্ষ টাকা উৎকোচ আদায় করেন; তন্মধ্যে ৫,৫o,ooo কেবল কোম্পানীর কোষাগারে জমা দেওয়া হয় ; অবশিষ্ট টাকা হয় হেস্টিংস, নতুবা তাহার প্রতিনিধিদ্বয় আত্মসাৎ করিয়াছেন ॥৪৩ কি রাজা, কি জমিদার, কি ইজারদার, সকলের নিকট হইতে অন্যায় ও বলপূর্বক উৎকোচ গ্রহণ করিয়া হেস্টিংসসাহেব কিরূপ দুর্নাম অর্জন করিয়াছেন, তাহা । ভারতবর্ষে ও ইংলণ্ডে কাহারও অবিদিত নাই । এই উৎকোচগ্রহণের জন্য যে র্তাহার নাম প্রকাশ করিয়াছে, তিনি তাহার সর্বনাশ করিতে যথাসাধ্য চেষ্টা পাইয়াছেন । এইজন্যই মহারাজ নন্দকুমারের ফাসী। হেস্টিংসসাহেবের সহিত জড়িত বলিয়া যে কাস্তবাবুকেও আমরা সেই বৃদ্ধ ব্রাহ্মণের ভীষণ হত্যায় লিপ্ত দেখিতে পাই, পূর্বে আমরা ইহার উল্লেখ করিয়াছি । নন্দকুমারের বিচারের পর, রাজা নবকৃষ্ণপ্রমুখ কতিপয় দেশীয় লোক সুপ্রীমকোর্টে বিচারের প্রশংসা করিয়া ইম্পেসাহেবকে যে আভিনন্দনপত্র প্রদান করেন, তাহাদের মধ্যে কাস্তবাবুরও নাম দেখা যায় হিন্দুর হিন্দুত্ব অনেক দিন ভারতবর্ষ হইতে চলিয়া গিয়াছে ; নতুবা যাহারা দেশের উচ্চপদস্থ, তাহারা হিন্দু হইয়া কেমন করিয়া ব্রাহ্মণহত্যার সমর্থন করে, বুঝিতে পারি না। প্রথম ইংরেজরাজত্বে ব্রাহ্মণহত্যার ভিত্তিতে বাঙ্গালী জাতির উন্নতি আরম্ভ বলিয়া, দেবশাপের অগ্নিশিখায় তাহারা প্রতিনিয়ত দগ্ধ হইতেছে । এতদ্ভিন্ন বর্ধমানের ও রাজশাহীর রানীর নিকট হইতে অনেক টাকা গ্রহণেরও উল্লেখ দেখা যায়।56 8& Holwell's State Trials, Vol. XX. so History of the Trial of Warren Hastings (Debrett Pt. II. p. 37.) 88 Stephen's Nuncomar, Vol. I, p. 229. 8& “The Governor's Banian stands foremost and distinguished