পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৯৪
মুর্শিদাবাদ-কাহিনী
২৯৪

ՀՖ8 भूणिमावाम-कर्णाश्नौ লিখিয়া রাখতেন। যদিও তিনি সর্বত্রই ছায়ার ন্যায় হেস্টিংসের অনুবর্তন করিতেন, কি বাঙ্গলা, কি উত্তর-পশ্চিম, কোথাও তাহার গতির বিরাম ছিল না, তথাপি বাঙ্গল ভিন্ন অন্য স্থানের বিষয় তাহার সম্পূর্ণই অজ্ঞাত ছিল। মহামতি বার্ক ইহ। wर्शीम्झन्न दलिझाgछ्न ।** হেস্টিংসের প্রিয়পাত্র বলিয়া, কান্তবাবু সর্বত্র তাহার সঙ্গে থাকিতেন। হেস্টিংসের ভীষণ অত্যাচারের সময় তিনিও বারাণসীতে উপস্থিত ছিলেন, এবং প্রভুর কঠোরপ্রকৃতির কার্যাবলী প্রতিনিয়ত অবলোকন করিতেন । তিনি চেৎসিংহের অনুনয়ক্ৰমে একবার স্বীয় প্রভুকে ক্ষমা অবলম্বন করিতে অনুরোধ করেন, কিন্তু কৃতকার্য হন নাই । এই অনুরোধের মূলে চেংসিংহ প্রদত্ত কোন চাকচিক্যশালী পদার্থ ছিল, অথবা তিনি হিন্দুর প্রধান তীর্থক্ষেত্রে হিন্দুরাজার প্রতি অবৈধ অত্যাচার অবলোকন করিয়া স্বীয় প্রভুকে শান্তভাব অবলম্বন করিতে অনুরোধ করিয়াছিলেন, তাহা আমরা সবিশেষ অবগত নহি । কেহ কেহ প্রথমোক্ত কারণের নির্দেশ করিয়া থাকেন বটে, কিন্তু আমর। যখন সে বিষয়ের কোন বিশেষ প্রমাণ পাই নাই, তখন সাহস করিয়া সে কথা বলিতে পারি না । সাক্ষাৎসম্বন্ধে তিনি অত্যাচারে লিপ্ত ছিলেন না বলিয়া হয়ত হিন্দুজনোচিত কোমলতাপ্রবণ হইয়া, হেস্টিংসসাহেবকে অনুরোধ করিতে পারেন । কিন্তু উক্ত বিষয়ের কোন বিশেষ প্রমাণ না থাকায়, আমরা সে প্রসঙ্গ পরিত্যাগ করিলাম । প্রতিবৎসর হেস্টিংস চেৎসিংহের নিকট যাহা দাবী করিতেন, চেৎসিংহ তাহাই প্রদান করিতেন, ক্লমে তিনি সর্বস্বান্ত হইয়া, প্রবল ক্লেশতরঙ্গমধ্যে নিপতিত হইলেন। অবশেষে তিনি আর হেস্টিংসসাহেবের লালসার তৃপ্তি করিতে পারিলেন না । হেস্টিংস ইহাতে অতিমাত্র কুদ্ধ হইয়া, চেৎসিংহকে রাজ্যচু্যত করিতে কৃতসঙ্কম্প হন। ১৭৮১ খ্রীঃ অব্দের ১৪ই আগস্ট তিনি কাশীতে উপস্থিত হন । সঙ্গে অনেক লোক গমন করিয়াছিল । কিন্তু সৈন্যসংখ্যা তাদৃশ অধিক ছিল না । ১৫ই হেস্টিংসসাহেব রাজা চেৎসিংহকে লিখিয়া পাঠাইলেন যে, রাজা ইংরেজরাজের অধীন হইয়াও, বিদ্রোহের ভাব প্রকাশ করিয়াছেন, এবং কাশীরাজপথে প্রকাশ্য ভাবে অত্যাচার করিয়াছেন । রাজ গবর্নরের পত্র পাইয়া স্তম্ভিত হইলেন, এবং বুঝিতে পারিলেন যে, তাহার অদৃষ্টচকু পরিবতিত হইয়াছে ; নতুবা তাহার নামে এরূপ মিথ্য। অপরাধের সৃষ্টি হইবে কেন ? তিনি পত্র প্রাপ্ত হইয়া লিখিয়া পাঠাইলেন যে, 8& “He (Cantoo Babu) was not worth a farthing as to any transaction that happened when Mr. Hastings was in the upper provinces; where though he was his faithful and constant attendant through the whole, yet he could give no account of it.” (Impeachment of Warren Hastings, Vol. I, p. 423.)