পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কান্তবাবু
৩০৫

অত্যন্ত উচ্চ ছিল; মুক্তহস্ততায় তাঁহার ন্যায় লোক তৎকালে দৃষ্ট হইত না। তিনি শিক্ষাকার্যে অত্যন্ত উৎসাহ প্রদান করিতেন। হেয়ারসাহেবের স্মরণচিহ্নস্থাপন-সভায় তিনি সভাপতির কার্য করিয়াছিলেন, এবং সর্বাপেক্ষা অধিক অর্থ প্রদান করেন। তাঁহার প্রিয় উদ্যানবাটী বানজেটিয়ায় নিজ নামে একটি বিশ্ববিদ্যালয় করিবার জন্য প্রায় সমস্ত সম্পত্তি উইল করিয়া যান। বিদ্যাশিক্ষার এরূপ জ্বলন্ত উৎসাহ কয়টি দেখিতে পাওয়া যায়? কৃষ্ণনাথ লর্ড অকলাণ্ড-কর্তৃক রাজোপাধিতে ভূষিত হন। একটি মোকর্দমায় তাঁহার বিচারালয়ে উপস্থিত হওয়ার সম্ভাবনায়, কৃষ্ণনাথ সম্মানহানির আশঙ্কায় আত্মহত্যা সম্পাদন করেন। ১৮৪৪ খ্রীঃ আব্দের ৩০শে অক্টোবর এই দুর্ঘটনা সংঘটিত হয়। তাঁহার ন্যায় মুক্তহস্ত ও উচ্চ-হৃদয় পুরুষ এতদ্দেশে বিরল।

 রাজা কৃষ্ণনাথের মৃত্যুর পর তদীয় সহধর্মিণী কীর্তিমতী মহারানী স্বর্ণময়ী মহোদয়া কাশীমবাজার রাজসম্পত্তির অধিকারিণী হন। মহারানী মহোদয়ার নূতন পরিচয় দেওয়া বাতুলের কার্য। যাঁহার নাম বঙ্গের প্রত্যেক দরিদ্রের গৃহ হইতে প্রতিনিয়ত ধ্বনিত হইতেছে, যাঁহার দানস্রোত বিশাল ভারতভূমি অতিক্রম করিয়া সুদূর ইউরোপ পর্যন্ত গমন করিয়াছে, তাঁহার আবার নূতন পরিচয় কি? যিনি মূর্তিমতী দয়া; পরোপকার যাঁহার জীবনের একমাত্র ব্রত, তাঁহার নাম কোন বাঙ্গালী অবগত নহে? তিনি বঙ্গদেশে একমাত্র ব্রাহ্মণসেবা ও দরিদ্র-পালনের ভার লইয়াছিলেন বলিলে অত্যুক্তি হয় না। শত শত ব্রাহ্মণ, শত শত দরিদ্র তাঁহার দ্বারা প্রতিপালিত হইয়াছে। স্বর্ণময়ীর স্বর্ণময় নাম চিরদিনই বাঙ্গলার ইতিহাসে জ্বলন্ত অক্ষরে লিখিত থাকিবে। মহারানী মহোদয়ার সুকীর্তির বিবরণ লিখিতে হইলে, একখানি বৃহদায়তন পুস্তক হইয়া উঠে; সুতরাং এখানে সে বিষয়ে অধিক লেখা সম্ভব নহে।

 মহারানী মহোদয়ার অশেষবিধ কীর্তি থাকিলেও হিন্দুভাবের কোনও বিশেষ স্থায়িকীর্তি দেখিতে পাওয়া যায় না। চিরদিন হইতে মহারানী মহোদয়ার সুনাম দিগদিগন্তে বিঘোষিত হইতেছে; কিন্তু সত্যের অনুরোধে বলিতে হইতেছে যে, শেষকালে তাঁহার সুনামের চতুর্দিকে একটু একটু করিয়া যেন কালিমা পড়িয়াছিল। স্বজনবর্জন, প্রজাপীড়ন, দান-সঙ্কোচের কলঙ্কচ্ছায়া যেন ধীরে ধীরে তাঁহার যশোভাতির নিকট ঘুরিয়া বেড়াইতেছিল। আমাদের বিশ্বাস, মহারানী মহোদয়ার অজ্ঞাতসারে ইহাদের সৃষ্টি হইয়া থাকিবে। নতুবা যিনি মূর্তিমতী দয়া, তাহার যশঃকিরণের নিকট কখনও কলঙ্কচ্ছায়া কি অগ্রসর হইতে পারে? মুক্তহস্ততার জন্য তিনি মহারানী, ও এম. আই. এবং সি. আই. উপাধি লাভ করেন, এবং দুভিক্ষের সময় অর্থসাহায্য করায়, তাঁহার উত্তরাধিকারী মহারাজ উপাধিতে ভূষিত হইবেন বলিয়া গভর্নমেন্ট অঙ্গীকার করিয়াছিলেন।

 ১৩o৪ সালের ভাদ্রমাসে স্বর্ণময়ী স্বর্গধামে গমন করেন। রাজা কৃষ্ণনাথের ভাগিনেয় শ্রীযুক্ত মণীন্দ্রচন্দ্র নন্দী মহারানী মহোদয়ার পর কাশীমবাজারের সম্পত্তির
 ২০