পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩৭৭
মুর্শিদাবাদ-কাহিনী
৩৭৭


  • ब्रिभिार्क Oqq

হাকিম, আমলা, জায়গীরদার, করোরীগণ শিবনারায়ণকে অর্ধ সুবাবগনার কাননগো জানিতে থাকেন। আর প্রতি সন নূতন সনন্দ তলব না করেন। আর জমিদার, মণ্ডল ও প্রজাগণ সুব মজকুর উপরোক্ত কাননগোর কথা ও পরামর্শে যাহা সরকারের লাভের পক্ষে থাকে তাহার বাহির না হয় । ইতি সন জলুস ৭ সফর । ( পরপঠায় লেখা ) যিনি মহামান্য রাজ্যের ন্যাসাধারস্বরূপ, যিনি সাম্রাজ্যের বিশ্বসনীয় সম্রাস্তবংশীয়, উচ্চপদস্থ ও ক্ষমতাপন্ন, যিনি প্রাধান্য ও আদশবিষয়ে ক্ষমতাবানু, যিনি রাজধর্মের গৃঢ়তত্ত্ব অবগত আছেন, যিনি রাজ্য ও রাজনীতির ( মোহর ) মহত্ত্ব ও গৌরব অবগত আছেন, যিনি সাম্রাজ্যের ফিদবী মহম্মদ অবলম্বনস্বরূপ, রাজ্যের বিশ্বস্ত আদেশদাতা, বিচার- শাহ বাদশাহ গাজী পতি, যিনি দিগ্বিজয়ী, রাজ্য ও ধনের সুবন্দোবস্ত- জুমলতুল মুল্ক মহারুল কারী, ভাগ্য ও ঐশ্বর্যের পথপ্রদর্শক সম্রাটের মহান, এতমাদুদ্দৌলা মনোনীত বন্ধু, যিনি রণস্থলে অগ্রগামী ও সৈন্যগণের কামার উদ্দীন খাঁ পরিচালক, যিনি উচ্চপদস্থ মন্ত্ৰিগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, বাহাদুর নসরত যিনি মহামান্য আমীরগণের মধ্যে সর্বপ্রধান, যিনি জঙ্গ । তরবারি ও লেখনীপরিচালনে সুনিপুণ, যিনি পতাকা উন্নয়নে সমর্থ, যিনি উপযুক্ত পরামর্শদাতা, যিনি সম্রাটের নিরপেক্ষ উজীরসমূহের মধ্যে বিশ্বস্ত বন্ধু, যিনি সমস্ত রাজ্যের দুরূহ ব্যাপারের অবলম্বনস্বরূপ, যিনি দরবারের বিশ্বাসী, সেই কামরুদ্দীন হোসেন বাহাদুর নসরত জঙ্গের সেনানিবেশ বরাবরেষু।