পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৩৮৮
মুর্শিদাবাদ-কাহিনী

শবের নিকটে থাকি,
কহে উচ্চৈঃস্বরে ডাকি,
“শােনরে শােনরে ওরে পাপিষ্ঠ যবন,
পিতার ও দেবদেহ,
কভুনা ছুইও কেহ,
ছুইলে তােদের কিন্তু নিকট মরণ,
ক্ষত্রিয়শিশুর শুন প্রতিজ্ঞা ভীষণ।”


অপার সাগরসম যবনের সেনা,
তুচ্ছ করি শিশুবীর,
সমরে রহিলা স্থির,
ধন্যরে ক্ষত্রিয়শিশু ধন্য বীরপণ,
যে শােণিতকণাচয়,
তাের ধমনীতে বয়,
চিরকাল রণক্ষেত্রে ঢালেরে আপনা,
 নাহি সহে অপমান অথবা লাঞ্ছনা।


স্তম্ভিত যবনসেনা বীরত্ব নেহারি,
আলিবর্দী অগ্রসরি,
বালকে সম্ভাষ করি,
অবাক যবনবীর বীরশিশু হেরি,
নিবারিল সৈন্যগণে
মৃতদেহপরশনে,
সইল তাহারা পুনঃ শিশু স্কন্ধে করি,
ধন্যরে বীরের পূজা যাই বলিহারি !

১০
বিজয়ের মৃতদেহ তীরস্থ হইল,
যত সব হিন্দু-বীর,
বহি লয়ে গঙ্গাতীর,
চিতানলে পূত দেহ ভস্মে নিঃশেষি।
গঙ্গার পবিত্র বারি,
সে ভস্ম হৃদয়ে ধরি,
অধিক পবিত্রতর আপনা মানিল।