পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
জগৎশেঠ
৩৭

 আলিবর্দী খাঁ সিংহাসনে আরোহণের পর, জগৎশেঠ ফতেচাঁদকে বিশিষ্টরূপ সম্মান প্রদর্শন করিয়া সমস্ত কার্যেই তাঁহার পরামর্শ গ্রহণ করিতেন। নবাব আলিবর্দী খাঁর রাজত্বকালে মহারাষ্ট্ৰীয়গণ বারংবার বাঙ্গলা আক্রমণ করেন। তাঁহারা বাঙ্গলার ভিন্ন ভিন্ন স্থান লুণ্ঠন করিয়া গৃহে ও শস্যরূপে অগ্নিপ্রদানপূর্বক সাধারণ প্রজাবর্গের যথেষ্ট ক্ষতি করিয়াছিলেন। ভাগীরথীর পশ্চিম তীরবর্তী কাটোয়া প্রভৃতি প্রদেশ অনেক দিন পর্যস্ত তাঁহাদের অধিকারস্থ থাকে। ১৭৪২ খ্রীঃ আব্দে নবাব উড়িষ্যা হইতে মুর্শিদাবাদে প্রত্যাগমনকালে যে-সময়ে ভাস্কর পণ্ডিতের অধীন মহারাষ্ট্ৰীয়গণ-কর্তৃক আক্লান্ত হইয়া কাটোয়ায় অবস্থিতি করিতেছিলেন, সেই সময়ে সুজা উদ্দীনের জামাতা, উড়িষ্যার ভূতপূর্ব শাসনকর্তা দ্বিতীয় মুর্শিদকুলীর জনৈক কর্মচারী মীর হাবীব মহারাষ্ট্ৰীয়দিগের সহিত যোগ দিয়া, এক দল মহারাষ্ট্ৰীয় সৈন্যের সাহায্যে মুশিদাবাদ আক্ৰমণ করে। তৎকালে মুর্শিদাবাদ প্রাচীরাদির দ্বারা বেষ্টিত না থাকায়, তাহাদের প্রবেশের বিলক্ষণ সুবিধা ঘটিয়াছিল। কেহই তাহাদিগকে বাধা প্রদান করিতে সাহসী হয় নাই। মীর হাবীব মুর্শিদাবাদের অন্যান্য স্থানের লুণ্ঠনের সঙ্গে শেঠদিগের গদীও লুন্ঠন করে এবং পূর্ণ দুই কোটি আর্কট মুদ্রা ও অন্যান্য অনেক দ্রব্য লইয়৷ যায়।”” কিন্তু ইহাতে শেঠদিগের কোনই ক্ষতি হয় নাই। মুতাক্ষরীনকার বলেন যে, সেই দুই কোটি মুদ্র তাহদের নিকট দুই গুচ্ছ তৃণের সমান ছিল। ইহার পরও র্তাহারা সরকারে পূর্বের ন্যায়ই প্রতিবারে এক কোটি টাকার দর্শনী প্রদান করিতেন।”

 ১০ Seir Mutaqherin (Trans.), Vol. I, p. 426. Also. Vol. II, p. 226 Stewart ভ্রমরুমে ৩ লক্ষ টাকা লুণ্ঠনের কথা লিখিয়াছেন।

 ১১ জগৎশেঠের সম্বন্ধে মুতাক্ষরীনে এইরূপ লিখিত হইয়াছে: “Their riches were so great, that no such bankers were ever seen in Hindustan or Deccan; nor was there any banker or merchant that could stand a comparison with them, all over India. It is even certain that all the bankers of their time in Bengal, were either their factors, or some of their family. Their wealth may be guessed by this only fact. In the first invasion of the Marhattas, and when Moorshoodabad was not yet surrounded by walls, Mir-habib, with a party of their best horse, having found means to fall upon that city, before Aly-verdy qhan could come up, carried from Djagat Sett's house two crores of rupees in Arcot coin only; and this religious sum did not affect the two brothers, more than if it had been two trusses of straw. They continued to give afterwards to Government, as they had done before, bill of exchange, called dursunnies, of one crore at a time, by which words is meant, a draft, which the acceptor is to pay at sight, without any sort of excuse. In short, their wealth was such that there is no