পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28 মৃণালিনী শ। করিয়াছিলেন। মদনসেন সম্প্রতি কাশীধাম হইতে প্রত্যাগমন করিয়াছেন, এ সংবাদ মহারাজ অবগত আছেন। মহারাজ কবিতায় ভবিষ্যৎ গোঁড়জেড়ার অবয়ব বর্ণনা শুনিয়া তাহাকে ডাকিতে পাঠাইলেন । মদনসেন উপস্থিত হইলে মহারাজ জিজ্ঞাসা করিলেন, “কেমন, তুমি মগধে যবন-রাজ-প্রতিনিধিকে দেখিয়া আসিয়াছ ” সে কহিল, *আসিয়াছি।” মহারাজ তখন আজ্ঞা করিলেন, “সে দেখিতে কি প্রকার, বিবৃত কর।” তখন মদনসেন বখতিয়ার খিলিজির যথার্থ যে রূপ দেখিয়াছেন, তাহাই বিবৃত করিলেন। কবিতাতেও সেইরূপ বর্ণিত ছিল। সুতরাং গৌড়জয় ও র্তাহার রাজ্যনাশ নিশ্চিভ বলিয়া বুঝিলেন। প। তাহার পর ? শা। রাজা তখন রোদন করিতে লাগিলেন । কহিলেন, “আমি এ বৃদ্ধ বয়সে কি করিব ? সপরিবারে যবনহস্তে প্রাণে নষ্ট হইব দেখিতেছি ।” তখন দামোদর শিক্ষামত কছিলেন, “মহারাজ ! ইহার সদুপায় এই যে, অবসর থাকিতে থাকিতে আপনি সপরিবারে তীর্থযাত্রা করুন। ধৰ্ম্মাধিকারের প্রতি রাজকাৰ্যোর ভার দিয়া যাউন। তাহা হইলে আপনার শরীর রক্ষা হইবে। পরে শাস্ত্র মিথ্যা হয়, রাজ্য পুনঃপ্রাপ্ত হইবেন।” রাজা এ পরামর্শে সন্তুষ্ট হইয় নৌকাসজ্জা করিতে আদেশ করিয়াছেন। অচিরাং সপরিবারে তীর্থযাত্রা করিবেন। প। দামোদর সাধু। তুমিও সাধু। এখন আমার মনস্কামনা সিদ্ধির সম্ভাবনা দেখিতেছি। নিতান্তু পক্ষে স্বাধীন রাজা ন হই, যবন-রাজ-প্রতিনিধি হইব। কাৰ্য্যসিদ্ধি হইলে, তোমাদিগকে সাধ্যমত পুরস্কৃত করিতে ক্রটি করিব না, তাহত জান। এক্ষণে বিদায় হও । কাল প্রাতেই যেন তীর্থযাত্রার জন্য নৌকা প্রস্তুত থাকে। শাস্তুশীল বিদায় হইল। দ্বিতীয় পরিচ্ছেদ বিনা সূতার হার পশুপতি উচ্চ অট্টালিকায় বহু ভৃত্য সমভিব্যাহারে বাস করিতেন বটে, কিন্তু তাহার भूौ कांनन श्रख्ख चककांब्र । शृश् शांशाउ जाणा इग्न, जैौ नूङ भब्रिदांब्र-4 जरुलाई • র্তাহার গৃহে ছিল না। . 3.