পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 মৃণালিনী দন্ধ গৃহাণ সঙ্কল অশনিসম্পাতশঙ্গে ভূতলে পড়িয়া যাইতেছিল। ধূমে, ধূলিতে, তৎসঙ্গে লক্ষ লক্ষ অগ্নিকুলিঙ্গে আকাশ অমৃগু হইতে লাগিল। দাবানলসংবেষ্টিত আরণ্য গজের স্তায় পশুপতি অগ্নিমধ্যে ইতস্ততঃ দাসদাসী স্বজন ও মনোরমার অন্বেষণ করিয়া বেড়াইতে লাগিলেন। কাহারও কোর চিহ্ন পাইলেন না—হতাশ হইলেন। তখন দেবীর মন্দির প্রতি তাছার দৃষ্টিপাত হইল। দেখিলেন, • দেবী অষ্টভূজার মন্দির অগ্নিকর্তৃক আক্রাপ্ত হইয়া জলিতেছে। পশুপতি পতঙ্গবং তন্মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন, অনলমণ্ডলমধ্যে অদগ্ধ স্বর্ণপ্রতিমা বিরাজ করিতেছে। পশুপতি উষ্মত্তের স্তায় কহিলেন, “মা ! জগদম্বে । আর তোমাকে জগদম্ব বলিব না। আর তোমায় পূজা করিব না । তোমাকে প্রণামও করিব না। আশৈশব আমি কায়মনোবাক্যে তোমার সেবা করিলাম--ঐ পদধ্যান ইহজন্মে সার করিয়াছিলাম—এখন, ম, এক দিনের পাপে সৰ্ব্বস্ব হারাইলাম। তবে কি জন্য তোমার পূজা করিয়াছিলাম ? কেনই বা তুমি আমার পাপমতি অপনীত না করিলে?” মন্দিরদহন অগ্নি অধিকতর প্রবল হইয়া গজিয়া উঠিল। পশুপতি তথাপি প্রতিমা সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, “ঐ দেখ ! ধাতুমূৰ্ত্তি –তুমি ধাতুমূৰ্ত্তি মাত্র, দেবী লহু—ঐ দেখ অগ্নি গজিতেছে! যে পথে আমার প্রাণাধিক গিয়াছে—সেই পথে অগ্নি তোমাকেও প্রেরণ করিবে। কিন্তু আমি অগ্নিকে এ কীৰ্ত্তি রাখিতে দিব মা—আমি তোমাকে স্থাপনা করিয়াছিলাম—আমিই তোমাকে বিসর্জন করিব। চল ! ইষ্টদেবি তোমাকে গঙ্গার জলে বিসর্জন করিব।” ... " এই বলিয়া পশুপতি প্রতিমা উত্তোলন আকাঙ্কায় উভয় হস্তে তাহ ধারণ করিলেন। সেই সময়ে আবার অগ্নি গজিয়া উঠিল। তখনই পর্বতবিম্বারান্নুরূপ প্রবল শঙ্গ হইল-দগ্ধ মন্দির, আকাশপথে ধূলিধূমভস্ম সহিত অগ্নিস্ফুলিঙ্গরাশি প্রেরণ করিয়া, চূর্ণ হুইয়া পড়িয়া গেল। তন্মধ্যে প্রতিমা সহিত পশুপতির সঞ্জীবন সমাধি হইল। न्फ्क्लुं श्रृंटिक्कल অস্তিম্বকালে পশুপতি স্বয়ং অষ্টভূজার অর্চনা করিতেন বটে—কিন্তু তথাপি হার দিত্যসেবার জঙ্ক দুর্গাদাস নামে এক জন ব্রাহ্মণ নিযুক্ত ছিলেন । নগরবিপ্লবের পর দিবস হর্গাদাস ত .... エ

  • . * ..., - - - - - -