পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্গাদাস সভয়চিত্তে জিজ্ঞাসা করিলেন, “আপনি কে ?” রমণী কহিলেন, “তোমরা কাহার সৎকার করিতেছ?” ছুর্গাদাস কহিলেন, “স্কৃত ধর্শ্বাধিকার পশুপতির ” রমণী কছিলেন, “পশুপতির কি প্রকারে মৃত্যু হুইল ?” - হর্গাদাস কহিলেন, “প্রাতে নগরে জনরব শুনিয়াছিলাম যে, তিনি যবনকর্তৃক কারাবদ্ধ হইয়া কোন স্বযোগে রাত্রিকালে পলায়ন করিয়াছিলেন। অন্ত তাহার জটালিকা ভস্মসাং হইয়াছে দেখিয়া, ভষ্মমধ্য হইতে অষ্টভূজার প্রতিম উদ্ধারমানসে গিয়াছিলাম। তথায় গিয়া প্রভুর মৃতদেহ পাইলাম।” রমণী কোন উত্তর করিলেন না। গঙ্গাতীরে, সৈকতের উপর উপবেশন করিলেন। বহুক্ষণ নীরবে থাকিয়া জিজ্ঞাসা করিলেন, “তোমরা কে ?” দুর্গাদাস কহিলেন, “আমরা ব্ৰাহ্মণ : ধৰ্ম্মাধিকারের অয়ে প্রতিপালিত হইয়াছিলাম। আপনি কে ?” তরুণী কহিলেন, “আমি তাহার পত্নী।” ছুর্গাদাস কহিলেন, “র্তাহার পত্নী বহুকাল নিরদিষ্ট। আপনি কি প্রকারে তাহার পত্নী ?” যুবতী কহিলেন, “আমি সেই নিরদিষ্ট কেশবকস্তা। অমুমরণভয়ে পিতা আমাকে এতকাল দুৱায়িত রাখিয়াছিলেন। আমি আজ কালপুর্ণে বিৰিলিপি খুৱাইবার জন্ম আসিয়াছি s" தி' இ. শুনিয়া পিতাপুত্রে শিহরিয়া উঠিলেন। তাহাদিগকে নিরুত্তর দেখিয়া বিধবা বলিতে লাগিলেন, “এখন স্ত্রীজাতির কর্তব্য কাজ করিৰ। তোমর উদ্যোগ কর।” হর্গাদাস তরুণীর অভিপ্রায় বুঝিলেন ; পুত্রের মুখ চাহিয়া জিজ্ঞাসা করিলেন, “কি বল ?” পুত্র কিছু উত্তর করিল না। হর্গাদাস তখন তরুণীকে কহিলেন, “ম, তুমি বালিকা -এ কঠিন কাৰ্য্যে কেন প্রস্তুত হইতেছ?” তরুণী ভ্রভঙ্গী করিয়া কহিলেন, “ব্রাহ্মণ इऍम्नां अथरt aवृसि निरछह ८कम - हेशंग्न छैश्चांत्र रुग्न !” **, তখন ব্রাহ্মণ আয়োজন জঙ্গ মগরে পুনর্বার চলিলেন। গমনকালে বিধবা দুর্গাদাসকে কছিলেন, “তুমি নগরে বাইতেছ। নগরপ্রান্তে রাজার উপৰনবাটিকায় হেমচন্দ্র নামে বিদেশী রাজপুত্র বাস করেন। র্তাহাকে বলিও, মনোরম। গঙ্গাতীরে - o