পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব-তাম্রলিপ্ত রাজ্য। אף তালুক্তি নামক এক পরাক্রান্ত জাতিরও উল্লেখ করিয়াছেন। অমুবাদক ম্যাক্রিণ্ডেল সাহেব ও অন্যান্ত প্রত্নতত্ত্ববিদের মতে তাহ পুরতন বন্দর তাম্রলিপ্তবাসীর নির্দেশক । * খৃষ্টীয় প্রথম শতাব্দীতে প্লিনিও তাহার প্রতিধ্বনি করিয়াছেন। চন্দ্রগুপ্তের মন্ত্রী কৌটিল্য বে অর্থশাস্ত্রের পুস্তক লিখিয়াছেন, তাহাতেও তাম্রলিপ্তের নাম পাওয়া ধায়। : মেৎস্থিনিস্ গঙ্গরিডি-রাজ্যের বৃহদাকার দুর্জয় রণহস্তীর উল্লেখ করিয়াছেন। মহাভারতেও দেখা যায় যে, তাম্রলিপ্তাধিপতি, মহারাজ যুধিষ্ঠিরকে পৰ্ব্বতপ্রতিম কবচাবৃত সহস্ৰ কুঞ্জর প্রদান করিয়াছিলেন। ৎ পূৰ্ব্ব-অধ্যায়ে তাম্ৰধ্বজের সহিত অর্জুনের যুদ্ধঘটনাপ্রসঙ্গে আমরা উল্লেখ করিয়াছি যে, আমাদের অনুমান, সে সুমৃয় ৩:ম লিপ্তধিপত্রি অধিকার নৰ্ম্মদাতীর পর্য্যন্ত বিস্তৃত ছিল এবং তাম্ৰধ্বজ নৰ্ম্মদীতীরেই পাণ্ডববাহিনীকে পরাজয় করিয়া সেই ঘটনার স্মরণার্থ কৃষ্ণাৰ্জুনের মূৰ্ত্তি স্বীর রাজধানী তাম্রলিপ্তে প্রতিষ্ঠত করিয়াছিলেন। বর্তমান যুগের পণ্ডিতগণ কর্তৃক গঙ্গরিডিরাজ্যের অবস্থান-নির্ণয়ও তাহার সপক্ষে একটি প্রমাণ। মেগাস্থিমসের লিখিত বিবরণ হইতে অনুমান করা যায়, মৌর্য্য-সাম্রাজ্যের প্রারস্তে তাম্রলিপ্ত মগধরাজের অধিকারভুক্ত ছিল না এবং তিনি যাহাকে গঙ্গরিডি-রাজ্য বলিয়া উল্লেখ করিয়াছেন, তাহাই প্রাচীনকালের সুহ্ম বা তাম্রলিপ্ত-রাজ্য। সুতরাং ইহাও অনুমান করা অসঙ্গত হইবে না যে, প্রায় মহাভারতীয় কাল হইতে মহারাজা • McCrindle's Megåsthenes, pp. 132-133. † Ptolemy's Ancient India, p. 17o. { মেদিনীপুর সাহিত্য-পরিষদে শাস্ত্রী মহোদয়ের অভিভাষণ। মহভারত-সভাপর্ক—কালীপ্রসন্ন সিংহের অম্ববাদ–পৃঃ ৬৯ ৷