পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sy মেদিনীপুরের ইতিহাস। পারেন নাই, পুনরায় যে উহা সেনরাজবংশের অধিকারভুক্ত হইয়াছিল, মাদল পাঞ্জীর উল্লিখিত বিবরণে অনঙ্গতীমদেবের নূতন করিয়া সেই প্রদেশ অধিকার করায় পূৰ্ব্বোক্ত অনুমানই সমর্থিত হইতেছে। এতক্ষণ আমরা তাম্রলিপ্ত-রাজ্যের কথা লইয়াই আলোচনা করিলাম। কিন্তু মহাভারত, পুরাণ, সংহিতা প্রভৃতিতে এবং বৌদ্ধ পরিব্রাজকদিগের ভ্রমণ-বৃত্তান্তের নানাস্থানে তাম্রতাম্রলিণ্ডের স্বাগ দেব- লিপ্তরাজ্যের কথা থাকিলেও তাম্রলিপ্তের কোন ব্লক্ষিত্ত ও দেবসেন । রাজার নাম বা রাজবংশের কোন কথা পাওয়া যায় নাই। ষে জাতীয় প্রমাণ বিজ্ঞান-সন্মত প্রণালীতে রচিত ইতিহাসে গৃহীত হইতে পারে, তদনুসারে মুহ্ম বা তাম্রলিপ্তের তিন জনমাত্র রাজার নাম অদ্যাবধি আবিষ্কৃত হইয়াছে ;-রাজা দেবরক্ষিত, রাজা দেবসেন ও রাজা গোপীচন্দ্র। বিষ্ণুপুরাণে রাজা দেবরক্ষিতের নাম পাওয়া যায়। তাম্রলিপ্তাধিপতিদেবরক্ষিত কোশল, উড় ও সমুদ্রতীরবর্তী জনপদ-সমূহেরও অধীশ্বর ছিলেন । * কিন্তু রাজা দেবরক্ষিতের পূৰ্ব্বপুরুষগণের বা উত্তর-পুরুষের আর কোন বিবরণী পাওয়া যায় নাই। পণ্ডিতগণ অকুমান করেন, বিষ্ণুপুরাণ খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে রচিত হইয়াছিল। ইহার পরবর্তী কালের বাঙ্গালার ইতিহাস আলোচনা করিলে দেখা যায় যে, খৃষ্টীয় সপ্তম শতাব্দীর প্রারম্ভে গৌড়াধিপ শশাঙ্ক নরেন্দ্র গুপ্ত পূৰ্ব্বদিকে লৌহিত্যনদের (ব্রহ্মপুত্র ) উপকণ্ঠ হইতে গহন-তালবনাচ্ছাদিত মহেন্দ্ৰগিরির উপত্যক (কলিঙ্গ) পৰ্য্যন্ত বিস্তৃত ভূভাগ বশীভূত করিয়া গৌড়রাজ্য প্রতিষ্ঠিত করিয়াছিলেন। ঐতিহাসিক শ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন্দ মহাশয় অনুমান করেন যে, পুণ্ডবৰ্দ্ধন, সমতট এবং তাম্রলিপ্তের প্রাচীন রাজবংশ শশাঙ্ক কর্তৃক

  • বিষ্ণুপুরাণ–৪র্থাংশ–বঙ্গবাণী সংস্করণ, পৃঃ ২১২। -