পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। হিন্দু-রাজত্ব—উৎকল-রাজ্য। এই গ্রন্থের প্রথম অধ্যায়ে উল্লিখিত হইয়াছে, এই জেলার উত্তরপূৰ্ব্বাংশ ধংকালে মুগ্ধ বা তাম্রলিপ্ত রাজ্যের অন্তর্গত ছিল, তৎকালে দক্ষিণ-পশ্চিমাংশ কলিঙ্গ বা উৎকলের অন্তভূত থাকে। যখন যে রাজা বা রাজবংশ উৎকলের সিংহাসনে প্রতিষ্ঠিত হইতেন, তখন সেই রাজা বা রাজবংশ ঐ প্রদেশের উপরেও আধিপত্য করিতেন। উৎকলের প্রাচীন ইতিহাসের আলোচনা এ স্থলে নিম্প্রয়োজম। প্রাচীন কাল হইতেই উৎকল বা কলিঙ্গে হিন্দুদিগের আধিপত্য ছিল। বৌদ্ধ-যুগও উৎকলের ইতিহাসের এক গৌরবময় যুগ। উৎকলের গিরিগাত্রে খোদিত লিপিতে, কারুকার্যখচিত বিভিন্ন আকারের শত শত গুহায়, মন্দিরে এবং ইতস্ততঃ বিক্ষিপ্ত অসংখ্য মুরম্য অট্টালিকার ভাবশিষ্ট প্রস্তরখণ্ডে সে পরিচয় পাওয়া যায়। -- “ . . शूंश्च চতুৰ্থ শতাব্দীতেণ্ডুদ্ধদেবের একটি দন্ত তাম্রলিপ্ত নগর হইতে সিংহলে প্রেরিত হইয়াছিল। বৌদ্ধগ্রন্থ দাঁঠাবংশ হইতে জানা যায় যে, ক্ষেম-নাম বুদ্ধ-শিষ্য বুদ্ধদেবের চিতা হইতে مسی ཨ་ཨཱུ་ནག་ একটি দন্ত সংগ্ৰহ করিয়াছিলেন। তিনি ঐ দন্তটি কলিঙ্গরাজ ব্ৰহ্মদত্তকে প্রদান করেন। ব্ৰহ্মদত্ত উহার উপর মন্দির নিৰ্ম্মাণ করাইরা তাহার অভ্যন্তরভাগ স্বর্ণমণ্ডিত কলিঙ্গ বা উৎকল রাজ্য ।