পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—মোগল-রাজত্ব। ఇow) নিযুক্ত হইয়াছিলেন। দারোগ অভিযোগাদি শ্রবণ করিয়া দেওয়ানের নিকট মন্তব্য জানাইতেন ; দেওয়ান শেষ আদেশ দিতেন। জায় ও উত্তরাধিকার সম্বন্ধে পণ্ডিতগণের ব্যবস্থা লইয়। দারোগ। কাৰ্য্য করিতেন। নিজামত আদালত রাজধানী মুর্শিদাবাদে প্রতিষ্ঠিত ছিল এবং তথায় স্বয়ং নাজিম বিচারকার্য্য করিতেন। তাহাকে নানা কর্যে ব্যাপৃত থাকিতে হইত বলিয়া পরিশেষে নিজামত আদালতেও একজন দারোগ নিযুক্ত হন এবং ঢাকা ও উড়িয়ায় নায়েব নাজিমী আদালত প্রতিষ্ঠিত হয়। দারোগ নাজিমের প্রতিনিধিরূপে অভিযোগ শ্রবণ করিয়া আপনার মন্তব্যসহ সেই সমস্ত নাজিমের নিকট পাঠাইয়। দিতেন। মুর্শিদকুলী খাঁ স্বয়ং সপ্তাহে দুই দিন নিজামত আদালতে উপবেশন করিয়া শেষ আদেশ প্রদান করিতেন। জমিদারদিগের মধ্যে পরম্পরের বিবাদ, জমিদার ও প্রজার বিবাদ, হিন্দু মুসলমানের ফৌজদারী বিচার ও নরহত্য, ডাকাইতি, রাহাজানী প্রভৃতি গুরুতর অভিযোগের বিচার নিজামত আদালতে হইত। এতদ্ভিন্ন জমিদারেরা সামান্ত সামান্ত যে সকল ফৌজদারী বিচার করিতেন এবং ফৌজদারী ও কাজী আদালতে যে সকল বিচার হইত তাহার শেষ নিম্পত্তি বা আপীল নিজামত আদালতে হইত। মুর্শিদকুলী খাঁর এইরূপ বিচার প্রথা মুসলমান রাজত্বের শেষ এমন কি কোম্পানীর সময়ও কিছুকাল পর্য্যন্ত প্রচলিত ছিল, দেখা যায়। ১৭২৫ খৃষ্টাব্দে মুর্শিদকুলী খাঁর মৃত্যু হয়। মুর্শিদকুলীর মৃত্যুর পর তাহার জামাত সুজাউদ্দীন এবং তৎপরে সুজার পুত্র সরফরাজ খাঁ বাঙ্গালার সিংহাসনে বলিয়াছিলেন। ১৭৪• খৃষ্টাব্দে আলীবর্দী খাঁ সরফরাজ খাকে আক্রমণ ག་ག་དག་རྒྱུན་འཚ༔ ও নিহত করিয়া ৰাঙ্গালা,বিহার ও উড়িষ্যার জবাব षजिब्रा ८षानभा क्ष*िणन । किड छख्रिशाब्र