পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভৌমিক বিবরণ।
২১

ও বালেশ্বর জেলার কিয়দংশ সরকার মুজকুরির এবং দাঁতন ও এগরা থানা আর বালেশ্বর জেলার কতকাংশ সরকার জলেশ্বরের অন্তর্ভূত ছিল। এই চারিটি সরকারে তৎকালে (যথাক্রমে ২৮, ২, ১১ ও ২২) ৮২টি মহাল ছিল।[১] রাজা তোডরমল্লের সময়ের এই জেলার অন্তর্ভূত পূর্ব্বোক্ত ২০টি মহালের সহিত সাসুজার সময়ের এই ৮২টি মহালের স্থাননির্দ্দেশ করিলে দেখা যায় যে, কেবল দ্বারশরভূম ব্যতীত অন্য ১৯টি মহালকে বিচ্ছিন্ন করিয়া পরবর্ত্তিকালে এই ৮২টি মহালের সৃষ্টি হয়। দ্বারশরভূম মহাল এবং বাঁকুড়া, সিংহভূম ও মানভূম জেলার অধিকাংশই তৎকালে ঝাড়খণ্ড নামে জঙ্গলমহালভুক্ত ছিল।

 সাজাহানের রাজত্বকালে বঙ্গোপসাগরের উপকূলে এবং দক্ষিণ ও পশ্চিম-বঙ্গে পর্টুগীজ দস্যুগণ ভয়ানক উপদ্রব আরম্ভ করায় সম্রাট‍্ সাজাহান বঙ্গোপসাগরের উপকূলে কয়েকটি ফৌজদারী প্রতিষ্ঠিত করেন। তাঁহার নির্দ্দেশক্রমে উড়িষ্যার অন্তর্গত পূর্ব্বোক্ত চারিটি সরকার হইতে কয়েকটি মহালের কোনটির সম্পূর্ণ, কোনটির বা অংশবিশেষ লইয়া হিজলী ফৌজদারী এবং রেমনা, বস্তা ও মুজকুরি সরকার হইতে কয়েকটি মহাল লইয়া বন্দর বালেশ্বর ফৌজদারী গঠিত হইয়াছিল।[২] ঐ সময়ে হিজলী ফৌজদারীকে সুবা উড়িষ্যা হইতে বিযুক্ত করা হয়; তদবধি মেদিনীপুর জেলার উক্ত অংশ বঙ্গদেশের সহিত সংযুক্ত হইয়াছে।[৩] কিন্তু অবশিষ্টাংশ ইহার


  1. Grant's Historical and Comparative Analysis of the Finances of Bengal in the Fifth Report on East India Affairs edited by Ven. W. K. Firminger Vol. II. 454-456.
  2. Grant's Analysis—Fifth Report—Firminger Vol. II. pp. 45. 182-183, 189.
  3. Hunter's Statistical Account of Bengal Vol. III. p. 199.