পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভৌমিক বিবরণ।
৩৯
মসলা:—  মাদক দ্রব্য:—
 লঙ্কা, হলুদ ইত্যাদি ৩,২৬২   তামাক ৭৩৯
রং:—  বাগান ও বরোজ:—
 নীল ৯৫   আম বাগান ১২,০১৮
 কুসুম ৩৮   কলা-বাগান
চিনি:—   ২৭,৮৯৩
 ইক্ষুদণ্ড ৬,৬৩৮   পান বরোজ
 গাজর, বীট ইত্যাদি ৩,৮৪৪   তুঁত ১০,১৭০
তরি-তরকারী:—  বিবিধ:—
 গোল আলু ৩,১২৪   জুন ও বাবই ৫৩২
 শাক-সবজি ১৪,২৯১   দলঘাস ১১৮
 সার কচু ৩৯৭   মাদুরকাঠি ১,৬৭৮

 এতদ‍্ভিন্ন এই জেলায় কাঁঠাল, বেল, কুল, পেয়ারা, আতা, লোনা, জাম, জামরুল, গোলাপজাম, কামরাঙ্গা, জলপাই, তেঁতুল, আমড়া, বৃক্ষ, লতা ও ফল, মূল, ইত্যাদি।চালতা, পেঁপে, কত‍্‍বেল, জামির, কাগজি, বাতাপি নেবু, তাল ও খেজুর প্রভৃতি ফল, যজ্ঞডুম্বুর, আমলকী, হরীতকী, বহেড়া, রক্ত এরণ্ড, শিরীষ, ঘৃতকুমারী, ধুতুরা, শতমূল, অনন্তমূল, আমআদা, পিপুল, সজিনা, চিরতা, গুলঞ্চ, কালকাসন্দ, হাতীগুঁড়া প্রভৃতি ভেষজ উদ্ভিদাদি এবং গোলাপ, বেল, যুঁই, চামেলী, কুন্দ, গন্ধরাজ, কামিনী, শেফালি, টগর, করবী, চাঁপা, বকুল, রজনীগন্ধ, কেতকী প্রভৃতি নানাপ্রকার পুষ্প প্রচুর পাওয়া যায়। এই জেলার বালুকা-স্তুপের উপর বাদাম নামক এক প্রকার ফলের বৃক্ষ (Anacordium Occidental) জন্মিয়া থাকে। সাধারণতঃ উহা “হিজলী-বাদাম” আখ্যায় আখ্যাত। ফলগুলি দেখিতে