পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংশ-কথা । } eVలి জগদানন্দ বম্ব অত্যপ অনন্তদত্ত ইটনা। • দান • উপকড়ি পৃদ্ধর বসু সৎ পরমাননা বস্থ। স্বত কৃষ্ণদাস গুহ বিদ্যাধর রায় জানকীবল্লভ গুহ বসন্ত রায় • * * বসন্ত রায় বিংসৎ জয়ন্ত ঘোষ সৎ মনোহর বন্ধ অত্যপ কৃষ্ণদন্তু ইটন (কস্তাদ্বয়ং)। দাং উপকড়ি রাজিব বসু উপ কন্দৰ্প রায় উচিতং মুবানন্দ বসু । সুত চণ্ডিদাস গুহ জগদানন্দ রায় নারায়ণ দাস রায় দত্ত দেী রাজা জশহরজিত চাদ রায় রূপরায় বসুদেী তীরাম রায় গোবিন্দ রায় কমোল রায় পরমানন্দ রায় মধুসুদন রায় রমাকান্ত রায়াঃ । জগদানন্দ রায় বিংসৎ শ্ৰীবিষ্ণু বন্ধ বংশ নাস্তি। * * * রাজা জশহরজিত বিংসৎ চাদ বন্ধ বংশ নাস্তি ॥ • • শিবানন্দ মজুমদার বিংসৎ হয়গ্রিব ঘোষ উপকড়ি শ্ৰীকৃষ্ণ বন্ধ। স্বতা মুকুট রায় গোবিন্দ রায় বিষ্ণুদাস রায়াঃ ।” কাড়াপাড়ার কারিকা, ৯ আশগুহ বংশ, ১৯—১০-পত্ৰ বিরাট গুহের ৯ম পৰ্য্যায়ে আশ বা অশ্বপতি গুহ। তৎপুত্র গজপতি হইতে বংশাবলী উদ্ধৃত হইল। ইহা হইতে কতকগুলি নুতন তথ্য পাওয়া যাইতেছে। আমরা ক্রমান্বয়ে তাহার উল্লেখ করিতেছি। (১) সপ্তগ্রামে গিয়া রামচন্দ্ৰ শ্ৰীকান্ত ঘোষের কন্যা বিবাহ করেন। সে স্ত্রীর গর্ভজাত পুত্ৰগণের বয়ঃ প্রাপ্ত হইয়া সরকারী কাৰ্য্যারম্ভ করিতে অন্ততঃ ২৫ বৎসর লাগে ; কনিষ্ঠ শিবানন্দের কাৰ্য্যারম্ভের পরও কয়েক বৎসর তাহারা সপ্তগ্রামে,ছিলেন । এত দীর্ঘকাল রাম চন্দ্র সপ্তগ্রামে ছিলেন বলিয়া মনে হয় না। বর্তমান কারিক হইতে পাওয়া যাইতেছে, ভবানন্দ প্রভৃতি র্তাহার প্রথম পক্ষের অর্থাৎ ষষ্ঠীবর বসুর কন্সার গর্ভজাত সন্তান। রামচন্দ্রের রাজ সরকারে প্রবেশ করিবার পর তাহার পূৰ্ব্ববঙ্গ হইতে সপ্তগ্রামে আসেন। (২) এখানে দেখা গেল, বিক্রমাদিত্যের অন্ত একটি ভ্রাতা ছিলেন—চঞ্জ শেখর গুহ এবং তিনি বিবাহিতও হইয়াছিলেন। কিন্তু তাহার কোন বংশবৃদ্ধির উল্লেখ নাই। সম্ভবতঃ তিনি বিক্রমাদিত্যের রাজা হইবার পূৰ্ব্বে মৃত্যুমুখে পড়েন ; কারণ বিক্রমাদিত্যের রাজা হওয়ার পর তত্ত্বংশীয় সকলেই উপাধি হইয়াছিল “রায়,” কিন্তু চন্দ্রশেখরের সে উপাধি নাই। (৩) বিক্রমাদিত্যের দুই বিবাহ ; তন্মধ্যে উগ্রকণ্ঠ বসুর কন্যার গর্ভে প্রতাপাদিত্যের জন্ম হয়। অন্ত অর্থাৎ ঘোষ দুহিতার গর্ডে ভূপতি রায় ও লক্ষ্মীনাথ রায় নামক অন্ত দুই