পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতাপাদিত্যের বাল্যজীবন Σ Σ Σ তাহার মাত হইয়া বসিলেন। র্তাহার কোন সন্তান ছিল না, ভবিষ্যতে হয়ও নাই। সুতরাং তাহার অপার মাতৃ-স্নেহ সৰ্ব্বাংশে প্রতাপেরই প্রাপ্য হইল । অন্যন্ত্রীগণের গর্ভে বসন্তরায়ের একাদশ পুত্রের পরিচয় পাইয়াছি। তন্মধ্যে দ্বিতীয়পক্ষের অর্থাৎ বসুকন্যার গর্ভজাত প্রথম সন্তানই সৰ্ব্ব-জ্যেষ্ঠ, তাহার নাম ছিল গোবিন্দ রায়। তিনি প্রতাপের কনিষ্ঠ হইলেও প্রায় সমবয়স্ক। রাঘব ও চন্দ্রশেখর বা চাদ রায় দত্তকস্তার + গর্ভজাত। এই রাঘবই পরে “যশোহরজিৎ” উপাধি পান। ঘটকের তাহার নাম বাদ দিয়া সেই উপাধিই বসাইয়া দিয়াছেন। যাহা হউক অন্ত স্ত্রীগণের সকলেরই পুত্র সন্তান ছিল, প্রথমাস্ত্রীর কিন্তু একমাত্র স্নেহের ধন প্রতাপ । প্রতাপের যে নিজের জননী নাই, তাহ তিনি জানিতেন না, খুল্লতাত পত্নীর অতুল স্নেহে তাহার সে জ্ঞান ভাসিয়া গিয়াছিল। প্রতাপ সেই মাকে বড় ভক্তি করিতেন, ভয় করিতেন, তাহার সকল ঔদ্ধত্য সে মায়ের স্নেহের কটাক্ষে বিলুপ্ত হইত। প্রতাপের সেই মাতাই তাহার রাজত্ব-কালে “যশোহরের মহারাণী” বলির পরিচিত ছিলেন। প্রতাপের পাটরাণী কখনও লোকমুখে মহারাণী পদবী পান নাই। অতি শিশুকালে প্রতাপ অত্যন্ত শান্ত ও নিরীহ ছিলেন । কিন্তু বয়সের সঙ্গে ক্রমে তাহার চঞ্চলত ও ঔদ্ধত্য প্রকাশ পাইতে লাগিল । তিনি অত্যন্ত তীক্ষবুদ্ধি ও মেধাবী ছিলেন। বিদ্যাশিক্ষা যাহা করিতে হয়, তিনি শীঘ্রই তাহ শেষ করিয়া ফেলিলেন। সময়ের প্রথামত তাহাকে সংস্কৃত, ফারসী ও বাঙ্গালা

  • কণৌজাগত মৌদগল্য-গোষ্ট্ৰীয় পুরুষোত্তম দত্তের পুত্র নারায়ণ পুৰ্ব্ববঙ্গে বাস করেন ; তিনি বঙ্গজ কায়স্থ দত্ত বংশের আদি। নারায়ণ হইতে ৭ম পুরুষে কুমী দত্ত মধ্যল্য শ্রেণীভুক্ত হন ; চৎপুত্র রবিদত্তের কুলে ৮মপুরুধে কুক ও গোপীদত্ত মধুমতী তীরবত্তী ইটুন বা ইতনায় বাস করিতেন। বংশাবলী এই —রবি-গোপাল-শূলপাণি—বাণেশ্বর-পুওরীকক্ষ-চতুভূজ জগন্নাথ-কৃষ্ণরায়দত্ত ও গোপীয়ায়দত্ত । রাজা বসন্ত রায় কৃষ্ণরায় দত্তের দুই কস্তার পাণিগ্রহণ করেন এবং সেই বিবাহের ফলে কুক ও গোপী দুইভ্রাতায় ভূসম্পত্তি লাভ করিয়া রাজদিয়৷ পরগণায় বাস করেন এবং রায় উপাধিকারী হন । বাগের হাটের নিকটবৰ্ত্তী সিংহগীতি নিবাসী যদুনাথ রায় এই বংশীয় গোপী রায়ের পুত্র টাঙ্গরায়ের এক ধারা টাকার নিকটবৰ্ত্ত পুরে BB BBS BB BBBBB BBB DDBBB BBB BBBBBB BD DD DDD DDB tt পুরুষ। রবিদত্তের জ্যেষ্ঠ ভ্রাত। ভাস্করের বংশে ১•ম পুরুবে মহেশের এককস্তা রাজা यtणांहबछि९ विशांश् कtद्रन ।