পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ যশোহর-খুলনার ইতিহাস ধূমঘাটে রাজধানী নিৰ্ম্মিত হইতে থাকিল। বসন্ত রায় স্বয়ং তাছার তত্ত্বাবধান করিতে লাগিলেন। এমন সময়ে বিক্রমাদিত্য রোগাক্রান্ত হইয়া হঠাৎ দেহত্যাগ করিলেন ( ১৫৮৩)। মহাসমারোহে যশোহর রাজধানীতে র্তাহার শ্রাদ্ধক্রিয়া সমাহিত হইল। এই শ্ৰাদ্ধকালে যশোহর ও বাকৃলা উভয় স্থানের প্রধান প্রধান পণ্ডিতবর্গ নিমন্ত্রিত হইয়া আসিয়া রাজোপচারে অভ্যর্থত হইলেন। এই সময়ে ডামরেলীর সমাজমন্দিরের নিৰ্ম্মাণকাৰ্য্য শেষ হইয়া উহাতে ইষ্টকলিপি সংলগ্ন করিয়া দেওয়া হইয়াছিল। সম্ভবতঃ সেই স্থানেই পণ্ডিতবর্গ ও সামাজিকগণের সমাগম ও সম্বৰ্দ্ধনা হইল। এই শ্রাদ্ধকার্য্যে রাজবংশের ইষ্টদেব কমলনয়ন তর্কপঞ্চানন অধ্যক্ষতা করিলেন। বৃদ্ধ বসন্তরায়ের সুব্যবস্থা ও সামাজিকতার সমবেত ব্যক্তিবর্গ সকলেই সমধিক পরিতুষ্ট লাভ করিলেন। স্বর্গগত নৃপতির যাবতীয় ঔদ্ধদেহিক ক্রিয়া সুসম্পন্ন হওয়ার পর, বসন্ত রায় উদ্যোগী হইয়া পরবর্তী বৈশাখী পূর্ণিমায় প্রতাপাদিত্যের রাজ্যাভিষেক ক্রিয়া সম্পাদন করিলেন। * এতদুপলক্ষে বঙ্গদেশের অধিকাংশ ভূঞা নৃপতি ও অন্তান্ত ছোট বড় রাজন্তবর্গ সকলেই নিমন্ত্রিত হষ্টয়া যশোহরের শোভাবৰ্দ্ধন করিয়াছিলেন। প্রতাপাদিত্যের অসামান্ত চেষ্টার ফলে এবং তাছার অনুচর বর্গের প্রাণপণ পরিশ্রমে ইহাদের অভ্যর্থনার কিছুমাত্র ক্রটি হয় নাই। এ সময়ে কে কে আসিয়াছিলেন, তাহা জানা যায় না। তবে দুই একজন আসিয়াছিলেন, তাহা বলা যায় ; ভূষণার মুকুন্দরাম ও তৎপুত্র সত্রাজিং এবং উড়িষ্যার ঈশা খ মছন্দরী এই উৎসবে যোগ দিয়াছিলেন। ঈশা খাঁ যখন কতলু খার উকীল স্বরূপ গৌড়ে অবস্থান করিতেন, তখন বসন্ত রায়ের সহিত র্তাহার বন্ধুত্ব হয়। র্তাহারা উভয়ে পাগড়ী বদল করিয়া প্রকাগু মিত্রতা স্থাপন করেন । এইজন্ত ঈশা খাকে বসন্ত রায়ের “পাগড়ী-রদল ভাই” বলিত। সত্রাজিৎ রায়ের সহিত এই সময়ে প্রতাপের যে বন্ধুত্ব হয়, তাহ বহুদিন স্থায়ী হইয়াছিল। রাজন্তবর্গ

  • षडसूनः सूक्ष) বাৰ্তাহাতে ১৫৮৩ অন্ধের শেষভাগে বিক্রমাদিত্যের মৃত্যু হয়। এবং ১৫৮৪ অজের এপ্রিল মাসে বা ১৫-৬ শকের বৈশাখী পূর্ণিমায় প্রতাপাদিত্যের রাজ্যভিষেক হয়। ইহা তাহার যশোহর ভুঞ-রাজ্যের ॥v• অংশগ্রাপ্তির প্রথম অভিষেক। তিনি যখন স্বাধীনতা ঘোষণা করেন, তখন ধূমঘাটে প্তাহার পুনরভিষেক হইয়াছিল।

† asis*" -tħ, atstriftsH stva sfāts, v» Į: ; Ain, Blochman, p. 342 note,