পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৮ যশোহর-খুলনার ইতিহাস একে বঙ্গ নদীমাতৃক দেশ, তাহাতে আবার উচ্চার দক্ষিণাংশ গভীর জঙ্গলাকীর্ণ। এদেশে অসংখ্য নদীর জলে ক্ষেতে ক্ষেতে সোণ ফলে ; নদীর কূলে দুৰ্গম প্রদেশে স্বচ্ছন্দে বাস করা যায়। * নদীপথে যাতায়াতের সুবিধা থাকিলেও যাহার নাব-বিদ্যায় মুদক্ষ নহে, বঙ্গ তাহদের পক্ষে দুর্গম প্রদেশ । তথায় নদী বেষ্টিত স্থান মাত্রই দুর্গের মত হয়। এজন্ত এ প্রদেশ পলায়িত বা দুৰ্ব্বত্তের আশ্রয়স্থল। রাজা প্রজা বহুজনে এদেশে আসিয়া গুপ্তভাবে রহিয়া গিয়াছেন । পাঠান আমলে খাঁ জাহান বা শাহ জালাল প্রভৃতি কত সাধু ফকির এখানে আস্তান করিয়া ছিলেন ; দনুজমর্দন কিরূপে চন্দ্রদ্বীপে রাজ্যস্থাপন করেন, হুসেন পুত্ৰ নসরৎ কিরূপে খুলনার অন্তর্গত বাগেরহাটে পিতার জীবদ্দশাতেই রাজত্ব করিয়৷ গিয়াছিলেন, তাহা আমরা প্রথম খণ্ডে দেখাইয়াছি। মোগল আমলেও হুমায়ূন, সেরখ, শাহজাহান প্রভৃতি কত রাজা বা আমার এদেশে আসিয়া বিদ্রোহ পতাকা উড়ান করেন। ভূঞা রাজগণ বহুকাল বঙ্গের নানাভাগে স্বাতন্ত্র রক্ষা করিয়াছিলেন। তেমনি পটুগীজ, ইংরাজ, ফরাসী ও ওলন্দাজ প্রভৃতি পাশ্চাত্য জাতিগণ বঙ্গে আসিয়াই সমৃদ্ধি ও শক্তিবৃদ্ধির পথ বাহির করেন। । ইংরাজ রাজ্যের প্রথম সোপান বঙ্গ হইতে আরব্ধ হয়। কিন্তু সে কথায় এখন আমাদের কায নাই । আমরা দেখিতে পাই, পৰ্টুগীজদিগের প্রথম আমলে অথবা ১৬শ শতাব্দীর প্রথমভাগে তাহারা বঙ্গে আসিতে থাকে। শুধু বাণিজ্যের লোভে নহে, অন্ত কারণেও বঙ্গ তাহাদের ক্রীড়াক্ষেত্র হইয়াছিল। তাহার নাব-বিদ্যায় দক্ষ, বঙ্গে তাহার বথেষ্ট প্রসার আছে । তাহার। দুঃসাহসিক অভিযান ভালবাসে, বঙ্গে তাহার সুযোগ মিলে। এখানে বীরত্ব দেখাইলে রাজা-জয় হয়, দস্থ্যত , “প্রসিদ্ধা উর্বর ভূম্যে বস্থশস্ত বহুপ্রজtঃ নদীমাতৃকদেশোহয়ং লোকানাং স্বখদায়কঃ " লঘু ভারত। যশোহর-খুলনার ইতিহাস, প্রথম খণ্ড, ২৮১, ৩১৫,৩২৭, ৩৪৬ খৃঃ। পৰ্টুগাল রাজ্যের অধিবাসীদিগকে পটুগীজ, ইংলণ্ডের লোকদিগকে ইংরাজ, ফ্রাঙ্গের লোককে করাসী, হল্যাণ্ডের অধিবাসীকে ওলন্দাজ এবং ডেনমার্কের লোককে এদেশীয়ের DBBBB BBBS B BBBB BBBBB BBB BBDD DDDS S 0S gg gg বলিতেছি ।