পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'>V8 যশোহর-খুলনার ইতিহাস সম্বন্ধ এখনও আছে। দক্ষিণ বঙ্গে মঘিয়া, মগরা, মগুখালি, মগপাড়া প্রভৃতিস্থান তাহানের নামাঙ্কিত হইয়া রহিয়াছে। স্থানে স্থানে খুলনা ও ২৪ পরগণায় সমুদ্রকুলে এবং বরিশালের অন্তর্গত গুলসাখালি, চাপলি, নিশানবাড়ী, মউধোবি, থাপরাভাঙ্গ, মগপাড়া প্রভৃতিস্থানে বহুসংখ্যক মগফিরিঙ্গী বা তাহাদের যৌনসম্বন্ধজাত সঙ্করজাতি এখনও বাস করিতেছে। নোয়াখালিতে হাতিয়, সন্দ্বীপপ্রভৃতি দ্বীপে, চট্টগ্রামে আদিনাথ, কক্স বাজার, রামু প্রভৃতি স্থানে, স্কুন্দরবনে হরিণঘাটার মোহানার নিকটবৰ্ত্তী সমুদ্রতীরে অনেক মগপল্লী রহিয়াছে। ঢাকার নিকটবৰ্ত্তী ফিরিঙ্গিবাজারে ও চট্টগ্রাম সহরে অসংখ্য ফিরিঙ্গি অতি দুরবস্থায় হীনবৃত্তি অবলম্বন করিয়া এবং সীমাবদ্ধ স্বজাতির মধ্যে বিবাহাদি করিয়া উৎসন্ন যাইতে বসিয়াছে। দ্বিতীয়তঃ আমাদের রোগের তালিকায় “ফিরিঙ্গি-ব্যাধির” মত এক প্রকার অতি কুৎসিৎ ভয়ঙ্কর উপদংশ জাতীয় ব্যাধি প্রবেশ লাভ করিয়াছে। চরক, সুশ্ৰুত, হারাত প্রভৃতি প্রাচীন কোন বৈদ্যক গ্রন্থে এই রোগের কিছুমাত্র উল্লেখ নাই, কেবলমাত্র ভাব-প্রকাশেই এই রোগের বিবরণ আছে। ভাবপ্রকাশ অপেক্ষাকৃত আধুনিক গ্রন্থ ; এজন্ত সহজে অমুমেয়, পূৰ্ব্বে এদেশে এ রোগের নাম গন্ধ ছিল না । * ভাব প্রকাশে “এই ফিরঙ্গ-ব্যাধির এইরূপ নিদান প্রদত্ত হইয়াছে -- “গন্ধরোগঃ ফিরঙ্গোহয়ং জায়তে দেহিনাং ধ্রুবম্। ফিরিঙ্গিণোহুতিসংসৰ্গাৎ ফিরিঙ্গিণ্যাঃ প্রসঙ্গতঃ ॥ ব্যাধিরাগরুজোহোষ দোষাণামত্র সংক্রমঃ ভবেত্তলক্ষয়েত্তেষাং লক্ষশৈর্ভিষজাং বরঃ ॥” ফিরিঙ্গিণ্যাঃ প্রসঙ্গতঃ ইতি বিশেষাৰ্থং অর্থাৎ ফিরিঙ্গিনী সংসৰ্গই এই রোগের প্রধান কারণ। এই চুরারোগ্য ব্যাধির সাংঘাতিক বীজাণু নিম্ন শ্রেণী ও ইন্দ্রিয় সেবীর মধ্যে সংক্রামিত হইয় গলিত কুষ্ঠাদি রোগে মানুষের যন্ত্রণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি করিয়া দিতেছে। তৃতীয়ত: আমাদের গার্হস্থ জীবনের নিত্য ব্যবহার্য্য দ্রব্যাদিতেও বৈদেশিক रिचरकांरु, »४* श्र७, ७०२ %ः, *ककझञ्झम. किद्रश्न अंक. २४०8 *: ।