পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨૭ যশোহর-খুলনার ইতিহাস কথিত আছে, সুখী নামক এক জন দুঃসাহসিক বীর গুপ্তসৈন্তদলের অধিনায়ক ছিলেন । * (৭) ব্লক্ষিসৈন্ম ঃ—স্বয়ং প্রতাপাদিত্য, তাহার পরিবার বর্গ, প্রধান মন্ত্রী ও সেনাপতির দেহ রক্ষার জন্ত কয়েকদল সুগঠিত শরীর-রক্ষী সৈন্ত ছিল। উহার পরিচালকদিগের মধ্যে বিজয় রাম ভঞ্জ চৌধুরী, রত্নেশ্বর বা যজ্ঞেশ্বর রায় প্রভৃতির নাম পাওয়া যায়। + হস্তিসৈন্ম ; এ বিভাগের কোন চিহ্নিত অধ্যক্ষের নাম পাওয়া যায় না । (৯) পাৰ্ব্বত্য কুকি-সৈন্ম :ইহার অধ্যক্ষ রঘু। তাহার কথা পূৰ্ব্বে বলিয়াছি। দ্বাবিংশ পরিচ্ছেদ-সৈস্যগভল যোদ্ধার পক্ষে সৈন্ত গঠনের মত কঠিন কাৰ্য্য আর নাই। এই কার্ষের পূৰ্ব্বে রাজ্যের অবস্থান ও প্রাকৃতিক অবস্থা বিবেচনা করিতে হয়, শক্রর বল ও যুদ্ধপ্রকৃতি বিচার করিতে হয় । সকল বিচার করিয়া এমন ব্যবস্থা করিতে হয় যে, সৈন্ত গঠনে বা পরিচালনে কষ্ট না হয়, শক্রর সৰ্ব্ববিধ আক্রমণ ব্যর্থ করা যায় এবং নূতন প্রণালীতে অধিকতর বলশালী সৈন্ত-সমাবেশ-দ্বারা বিপক্ষকে অকস্মাৎ চমকিত ও পরাভূত করা যায়। প্রতাপাদিত্যের ব্যবস্থা পর্যালোচনা করিলে বুঝা যাইবে যে, তিনি সৰ্ব্বদিকে দৃষ্টি রাখিয়া কাৰ্য্য করিয়াছিলেন। প্রতাপাদিত্যের যে ৯ প্রকার সৈন্ত ছিল, তাহার নামোল্লখ আমরা পূৰ্ব্বে করিয়াছি। পরাক্রমশালী বড় রাজাদিগের সব রকমের সৈন্ত অল্পবিস্তর থাকে, কিন্তু সব সৈন্তদলের উপর তাহাদের সমান নির্ভর চলে না । অবস্থাভেদে নানা জাতীয় সৈন্ত-সংখ্যার SeBBBBBBB BBBS DDBBBSAAA DDDDBBS BB B BB BBB হইতে আসিয়াছিলেন,তাহ জানিবার উপায় নাই । + ইনি নলতার বিখ্যাত ভঞ্চচৌধুরীগণের পূর্বপুরুষ। বিজয়রামের পিত। যাদবেন্দ্র প্রতাপের রাজ সরকারে উচ্চপদ পাইয়া খাঞ্জের নিকটবৰ্ত্তী নস্তায় বাস করেন। বিজয়রাম বিখ্যাত;ীর ছিলেন। প্রতাপের পতনের পর তিনি নবাবসবুকার হইতে বাজিতপুর গরগণ বন্দোবস্ত করিয়া লন । উহার তিন আন অংশ এখনও ভঃচৌধুরীগণ ভোগ করিতেছেন। রত্নেশ্বর রায়ের ইতিহাস চাচড়া-প্রসঙ্গে পৃথক পরিচ্ছেদে বিবৃত করিব।