পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উড়িষ্যাভিযান ও বিগ্ৰহ-প্রতিষ্ঠা २8१ কারণ এই সময়ে প্রতাপাদিত্য পিতার মৃত্যু, রাজ্যের বিভাগ, নূতন রাজধানী প্রতিষ্ঠ, সৈন্তগঠন ও অন্তান্ত ব্যাপারে এরূপভাবে লিপ্ত ছিলেন যে, প্রথম কয়েক বৎসরের মধ্যে তিনি মোগলের বিরুদ্ধাচারণ করিয়াছিলেন বলিয়৷ মনে হয় না । ভবেশ্বর রায় নামক একজন ক্ষত্রিয় সেনানী খান আজমের কৰ্ম্মচারী ছিলেন। ইনি চাচড় রাজবংশের আদি পুরুষ। উক্ত রাজ পবিবারের বংশগত প্রবাদ * হইতে জানা যায়, ভবেশ্বর রায় খা আজমের নিকট সৈয়দপুর, ইমাদপুর, মুড়াগাছ ও মল্লিকপুর, এই চারি পরগণার সনন্দ পাইয়াছিলেন (১৫৮৪) এবং এই সম্পত্তি তিনি মৃত্যুকাল পর্যন্ত ভোগ করেন (১৫৮৮)। কেহ কেহ বলিয়াছেন, খ আজম এই চারিটি পরগণা প্রতাপের রাজ্য হইতে বাহির করিয়া ভাবশ্বরকে প্রদান করেন । প্রতাপের সহিত যে আজমের বিরোধ হইয়াছিল এই ঘটনা হইতে তাহা অনুমিত হইতে পাবে। কিন্তু প্রকৃত ঘটনা তাহা নহে। কবিরাম কৃত “দিগ্বিজয়-প্রকাশ” হইতে জানিতে পাৰি, ভদ্রতীরবর্তী কেশবপুরই প্রতাপের যশোর-রাজ্যের উত্তর সীমা ছিল। উক্ত চারিটি পরগণাই ভদ্রনীর অপর পারে, কেশবপুরের উত্তরাংশে বর্তমান যশোর সহরের পার্থে অবস্থিত। সুতরাং উক্ত পরগণাগুলি প্রতাপাদিত্যের সনদের অন্তর্ভুক্ত ছিল না; এবং তাহ ভবেথরকে প্রদান করা হইলে প্রতাপের প্রকাতে আপত্তি করিবার কিছু ছিল না । সে সব পরগণার উপর তাহার লোলুপ দৃষ্টি থাকিতে পারে, কিন্তু তখন তিনি এমন ভাবে নিজের রাজ্য-ব্যবস্থা লইয়া ব্যস্ত যে, এই কয়েকটি ক্ষুদ্র পরগণার জন্ত অপ্রস্তুত • গত ৮৩ খৃষ্টাৰে জ্ঞানুয়াকণ্ঠ রায়বাহাদুর গবর্ণমেন্টের নিকট যে বর্ণনা দাখিল করেন wisits fom-"As far as I can gather from the coincidence of historical facts and from traditions and family records in my Sherista, to Hindu general was Raja Bhabeswar Roy, a well-to-do and influential man of Oudh and the founder of the Jessore Raj family who, in obedience to an order from the Emperor, took upon himself the arduous duty of coming to Bengal and quelling the insurrection in co-operation with Azim khan.” কিন্তু প্রকৃত ঘটনা আমরা যেরূপ জানিতে *ब्रिग्राहि उशिष्ठ छरवचन्द्रब्र भूलंगूझबई चtषांश। यtफ्न श्रेष्ठ यtत्र चानिब्र, जूनियरtनब्र অস্বৰ্গত জেমো নামক স্থানে বাস করেন এবং পরে উদ্বিারা अtनजीब्र ममांछ छूङ श्न । भक्एिलश विसङ्ग’ श्रृङ्ग क्रुि । f Westland's jessore p. 45. Khulna Gazetteer, p. 37.