পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ধশোহর-খুলনার ইতিহাস প্রতাপাদিত্যকে অভিসম্পাত করিয়া গেলেন যে, “তাহার স্ত্রী পুত্র অস্ত্যজগ্রস্ত হইবে” । এই উক্তির সত্যতা কি এবং কোথায় কি ভাবে চিত৷ জলিয়াছিল, তাহা নির্ণয় করিবার উপায় নাই। তবে প্রতাপের পতনের পর তাহার স্ত্রীপুত্র জলমগ্ন হইয়া মারা গিয়াছিল, ইহাই মাত্র প্রবাদ,আছে । ষড়বিংশ পরিচ্ছেদ-সন্ধি-বিগ্ৰহ প্রতাপাদিত্যের জীবনের উদ্যোগ-আয়োজনের কথাই এতক্ষণ আমরা বলিয়াছি। এইবার আমরা প্রকৃতপক্ষে তাহার কৰ্ম্মময় জীবন ও সৰ্ব্বতোমুখী প্রতিভার পরিচয় দিব। এখন হইতে প্রায় দশ বৎসর কাল তাহার প্রকৃত যোদ্ধ-জীবন—সে জীবন অতি বড় কাৰ্য্য-তৎপরতা এবং ঘটনাবহুলতায় পরিপূর্ণ। জ্ঞাতি-বিরোধ এবং আত্ম কলহই আমাদের দেশের প্রকৃত ব্যাধি। প্রতাপ যদি এই ব্যাধির প্রকোপে প্রপীড়িত না হইতেন, তাহা হইলে বঙ্গের ইতিহাস হয়ত: নূতন করিয়া লিখিতে হইত। বাল্য হইতে বসন্ত রায় যে র্তাহার পিতা অপেক্ষাও তাহার প্রতি অধিকতর স্নেহশীল ছিলেন, তাহ সত্য ; তিনিও যে সেই অযাচিত অপরিমিত স্নেহের মূল্য কিছুই বুঝিতেন না, তাহা নছে। অনেক ক্ষেত্রে তিনি বসন্ত রায়ের আদেশ ও উপদেশ গুরু-বাক্যের মত পালন করিতেন। কিন্তু গোবিন্দ রায় প্রভৃতি বসন্তের পুত্ৰগণ সৰ্ব্বনাশের হেতু হইয়াছিলেন ; আর তাহাদের কয়েকজন আত্মীয় ও অমাত্য উভয় পক্ষের বিরোধ ঘটাইবার জন্ত সৰ্ব্ববিধ নীচতা ও কূটমন্ত্রের অবতারণা করিতে কুষ্ঠা বোধ করিতেন না। উহাদের মধ্যে রূপরাম বা রামরূপ বসু সকলের অগ্রণী ; সাধারণতঃ সকলে তাহাকে রুপবসু বলিয়া জানিত। তিনি বসন্তরায়ের ভ্রাতা বামুদেব রায়ের জামাতা ; * কিন্তু সকলে ইহাকে বসন্ত রায়ের নিজের জামাত S DDDBB DDBB BDDB BBB BBB BBB DD BBB BB BBBB BBB BBS DDDD BBBB BDD DDDDD DD DBBB B BBBB BB S BB BBB কারাপাড়ার কারিক হইতে যে অংশ উজ্জ্বত করিয়াছি, তাছাতে এ অংশ অস্পষ্ট বলিয়া বাদ aিাছি। তবে বিশেষ মনোযোগ কৰিলে লেখালেও বাসুদেব রায়ের নাম পড়া যায়। পৃথ্বীধর বন্ধ