পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS)& যশোহর-খুলনার ইতিহাস করিয়াও তাঙ্গর কিছুই করিতে পারেন নাই। ত্রিবেণী হইতে যমুনাপথে যশোহরের দিকে অগ্রসর হওয়াই তাহার পক্ষে অসম্ভব হইয়া পড়ে। প্রতাপ রাজ্য জয়ের সঙ্গে সঙ্গে সৰ্ব্বত্র শাসন বিষয়ক শৃঙ্খলা স্থাপন জন্ত র্তাহার স্বযোগ্য কৰ্ম্মচারীদিগকে প্রেরণ করেন । বঙ্গীয় রাজন্ত ও জমিদারবর্গ যাহাতে র্তাহার নেতৃত্বে দেশের স্বাধীনতার জন্ত একমত হইয়া কাৰ্য্য করেন, তাহদের হৃদয়ে যাহাতে দেশ-মাতৃকার প্রতি ভক্তি-প্রীতির সমুদ্রেক হয়, তজ্জন্ত তিনি সৰ্ব্বত্র উপযুক্ত দূত প্রেরণ করিয়াছিলেন। কথিত আছে, এই দৌত্যকার্য্যের অগ্রগণ্য ছিলেন র্তাহার পরমবন্ধু শঙ্কর চক্ৰবৰ্ত্তী। তিনি যেমন মিষ্টভাষী ও সুবক্তা, তেমনই সাহসী, অক্লান্তকৰ্ম্মী ও কূট-নীতি-বিশারদ। যখন যেভাবে কোন গুরুতর কার্য্যভার তাছার স্কন্ধে সমৰ্পিত হইত, তখন তিনি প্রাণপণে উহা সম্পন্ন না করিয়া নিশ্চিন্ত হইতেন না। ১৫৯৯ খৃঃ অব্দে যখন প্রতাপাদিত্য স্বাধীনতা ৰিজ্ঞাপিত করিয়া রাজতক্তে বসেন, তাহারই প্রাক্কালে প্রতাপের অমুচরগণ দেশীয় রাজন্তবর্গের সহিত দেখা সাক্ষাৎ করিয়া, অভিষেক উপলক্ষ্যে যশোহরে পদার্পণ করিবার জন্য র্তাহাদিগকে নিমন্ত্ৰণ করিয়া আসেন। শুধু রাজ বা জমিদারবর্গ নহেন, জনসংঘকে উদ্বুদ্ধ করাই দূতগণের প্রধান কাৰ্য্য ছিল। শঙ্কর চক্রবক্তা বক্তৃতার প্রভাবে সকলের হৃদয়ে আঘাত করিতে পারিতেন। তিনি নানাস্থান ঘুরিয়া অবশেষে রাজমহলে উপনীত হন। মোগলের প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ যাত্র করিবার জন্ত কিরূপ আয়োজন করিতেছিলেন, তৎপক্ষে তাহীদের শক্তি বা অভিসন্ধি পরীক্ষা করাই তাহার প্রধান উদ্দেগু ছিল । সম্ভবতঃ এই সময়ে মানসিংহ দক্ষিণাত্য বিজয়ের জন্য রাজমহল ত্যাগ করিয়াছিলেন। শুনা যায়, তখন শের র্থ নামক এক ব্যক্তি কোন এক বিভাগের ভারপ্রাপ্ত কৰ্ম্মচারী ছিলেন । * তিনি শঙ্করের প্রচেষ্টার বৃত্তান্ত জানিয়া ঘটনাক্রমে তাহাকে বন্দী করিয়া রাখেন। “শের” শব্দে বাস্ত্র বুঝায়, এই জন্ত তখন এক প্রবাদ উঠিল, SS DDD SDDDD DDS BS DDD BB DBBD DDB BBBS BB D DD D করিডেন, সেরূপ কোন তথ্য সংগ্ৰহ করিতে পারি নাই। এমন কি, তিনি হুগলীর ফৌজদার D DDDDDD BBB BBBBtmmDS DDD DBB BD DDS BBDD BB BB DD ঐতিহাসিকতা স্থাপন করিতে পারিতেছি না।