পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসিংহের আক্রমণ や総"> হইয়া ভবানন্দ হয় । সম্ভবতঃ বসন্তু রায়ের হত্যাকালে তিনি ঘটনাক্রমে প্রতাপাদিত্যের বিরক্তিভাজন হন ও পরে যশোহর ত্যাগ করিয়া আসিয়া হুগলীর কামুনগো দপ্তরে মুহুরী হন । এই সময়ে মানসিংহ আসেন ও র্তাহার ভাগ্য প্রসন্ন হয়। ভবানন্দের প্রথম জীবন ষে যশোহরে অতিবাচিত হয়, কয়েকটি কারণে উছ সম্ভবপর বলিয় বোধ হয়। আমরা এথানে ধীরভাবে উহার আলোচনা করিতেছি। প্রথমতঃ প্রবাদ এমনভাবে শতমুখে তাহাকে কলঙ্কিত করিয়া রাখিয়াছে যে ভবাননোর নাম করিব মাত্র বঙ্গবাসীর মনে এক স্বদেশদ্রোহী বিশ্বাসঘাতকের চিত্র প্রকটিত হয়। পাঠান রাজত্বের প্রাক্কালে যেমন উত্তরভারতে কনৌজাধিপতি জয়চন্দ্র, মোগল আমলের প্রারম্ভে তেমনই বঙ্গদেশে এই ভবানন্দ শত্রকে ডাকিয় আনিয়া দেশের পায়ে দাসত্ব শৃঙ্খল পরাইয়া দিয়াছেন। এই প্রবাদ বা সৰ্ব্বজনজাত অপবাদের হেতু কি ? কেহ কেহ বলিতে পারেন, যশোহর রাজসরকারে চাকরী না করিয়াও কেহ দেশের শক্ৰ মোগলদিগকে সাহায্য করিলে স্বদেশদ্রোহী বলিয়া কলস্থিত হইতে পারেন। তদুত্তরে বলা যায়, মানসিংহকে এমন সাহায্য ত কত লোকেই করিয়াছিলেন ; চাচড়ার পূর্বপুরুষ ভবেশ্বর রায়ের পুত্ৰ মহভাপ চাদ রায় এইরূপ একজন সাহায্যকারী ; অপবাদটা ভবানদের স্কন্ধে এত অধিক চাপিল কেন? তাহার গল্পই বা এত সৰ্ব্বত্র ছড়াইয়া পড়িল কেন ? * কোন অকাট্য প্রমাণ না থাকিলেও ভবানন্দের সূৰ্ব্বত্র-প্রচারিত অপবাদ তাহার যশোহর-বাসের অনুকূল সাক্ষ্য দিতেছে। দ্বিতীয়তঃ পূৰ্ব্বোক্ত “রাণীয়া বৃত্তি” একটি প্রধান সম্বেরে বিষয়। তৃতীয়তঃ সামান্ত মুহুরীগিরি চাকরীতে বতই পয়সা থাকুক এবং পৈতৃক সম্পত্তির চতুর্থাংশ পাইয় তাহার অবস্থা যতই সচ্ছল হউক, উছ হইতে উহার এমন সঙ্গতির পরিকল্পনা করা যায় না, বাহাতে তিনি ৭ দিন ধরিয়া মানসিংহের বিরাট বাহিনীর আহার যোগাইতে পারেন। নিশ্চয়ই মুহুরীগিরির • अtो बह4tव्रद्ध “4यङा४झिङ]' s४° 5 । For a time Pratapaditya defied the great Akbar, and the conquest of his Kingdom was ultimately effected by Raja Man Sing chiefly through the treachery of Bhowananda Majumdar, who had been in the service of Pratapaditya as a Po Brahmin boy.” Hindu Castes and Sects (Dr. Jogendranath Vidyabhushan ) p. 183.