পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭e ধশোহর-খুলনার ইতিহাস লৰাব বুঝিলেন, গৌড় বা রাজমহল প্রভৃতি দূৰ্ববৰ্ত্ত স্থান হইতে আসিয়া এই সকল ভীষণ শত্রুর কবল হইতে রাজ্যরক্ষণ করা চলে না। তাই তিনি বুড়িগঙ্গা তীরবর্তী ঢাকায় রাজধানী স্থাপন করিয়াছিলেন। ইহাই ঢাকানগরীর উৎপত্তির প্রথম কারণ। তথায় লালবাগে এখনও ইসলাম খাঁর দুর্গ ও প্রাসাদদির ভগ্নাবশেষ বর্তমান। যেমন বিদ্রোহ-সম্বুল দেশ, তেমনই প্রতাপশালী নবাব। প্রতাপ যথাসময়ে প্রতিজ্ঞ মত সৈন্ত সাহায্য পাঠান নাই বলিয়া তিনি ক্রোধে অধীর হইলেন। তিনি ঘোড়াঘাট হইতে ঢাকায় গিয়া বসিবার পূৰ্ব্বেই যশোহর বিজয়ের জন্ত বিরাট বাহিনী প্রেরণ করিয়া গেলেন । “বহারিস্তান” হইতে জানা যায়—“ইসলাম থার এই সব বিজয়ের পর প্রতাপের চৈতন্ত হইল। তিনি পূৰ্ব্ব অপকৰ্ম্মের জন্ত অনুতাপ করিয়া নিজপুত্র ংগ্রাম আদিত্যকে ৮০ খানা রণপোত সহ নবাবের নিকট পাঠাইলেন এবং ক্ষম। চাহিলেন। ইস্লাম থা রাগে আজ্ঞা দিলেন যে মীর-ইমারত (গৃহনিৰ্ম্মাণের অধ্যক্ষ ঐ ৮• খান নৌকায় কাট, খড়, ইট, পাথর বহিয়া বহিয়া ঐগুলি ভাঙ্গিয়া ফেলুক। • তাহার পর ইনায়েং ধার + অধীনে এক প্রকাগু সৈন্যদল, অগণিত অশ্বারোহী ও পদাতিক, ৫০ ০০ বর্ক-আন্দাজ, ৩•• রণপোত এবং অনেকগুলি তোপ দিয়া তাহাকে যশোহর প্রদেশ জয় করিবার জন্য পাঠাইলেন। মুসা খ ও অন্তান্ত বাধ্য জমিদারগণ নিজ নিজ নৌকা ও সৈন্স সহ বাদশাহী অভিযানে যোগ দিল। ঠিক এই সময়ে অপর একদল বাদশাহী সৈন্ত বাকৃলার জমিদার রামচঞ্জকে জয় করিবার জন্ত সৈয়দ হকীমের অধীনে প্রেরিত হইল। আর ২• • • বর্ক-আন্দাজ ও ৪০০ নৌক অনেকগুলি ওমরাসহ ওসমান খার গতিবিধি লক্ষ্য করিবার জন্য “বীর সিদূর” নামক স্থানে বসিয়া রহিল। প্রতাপ যেন কোন দিক হইতে সাহায্য না পান।” ; রামচন্দ্র যে প্রতাপাদিত্যের • সম্ভবতঃ এই সময়ে ঢাকায় যে জ্বৰ্গ ও প্রাসাদ নিৰ্ম্মিত হইতেছিল, তাঁহারই আৰষ্ঠৰ কাৰ্য্যে প্রতাপের প্রেরিত নৌকাগুলি লাগান হুইয়াছিল।

  • १७•• जcचत्र यीब्रप्छ गिब्रान थी वा श्नारद्र९ छणा इंगणाभ श्रीब्र अन्नप्त्रांशङरम बांशऔब्र कर्तृक श्नkज९ थी अरे नत्रनिष्ठ छेशांषि अरः भूई हाँश्राद्री अनुमक्यान्नैौ गान। Tuzuk, Vol. 1, pp. 158, 160

{ এৰাগী, ১৯২৭ কীৰ্ত্তিক, ২-৩ পৃঃ ।