পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস في بياني কথা বলিয়া রাখা দরকার। প্রথমতঃ মীজ সহন বোধ হয় নদীর বাম ও দক্ষিণ ভাগ উল্টা করিয়া লিখিয়াছেন। নদীর গতি সমুদ্রের দিকে ধরিয়া আমরা নদীর বাম দক্ষিণ ঠিক করি, কিন্তু বহারিস্তানে তাহ করা হয় নাই। হয়তঃ গ্রন্থকার দুর্গ হইতে উত্তরমুখী হইয়া দেখিবার বেলায় যেমন দেখিয়াছেন, সেইভাবে লিখিয়াছেন। দ্বিতী স্বতঃ ধূমঘাটের নিয়ে প্রবাহিত যমুনাকে বহারিস্তানে ভাগীরথী বলা হইয়াছে এবং পূর্বমুখে প্রবাহিত ইচ্ছামতীর বিমুক্ত ধারাকে কাগরঘাট (রেশেলের afro Cogregot ) «ol হইয়াছে । কাগরঘাটা খাগড়া ঘাট হইবে। তৃতীয়তঃ পাঠক দিগের মনে রাখিতে হইবে, টিবির মোহানায় যমুনা ও ইচ্ছামতী মিশিয়াছে এবং ধূমঘাটের নিয়ে বিমুক্ত হইয়াছে। পথে টিবি হইতে दनखुणूद्ध vर्षीख ननैौंद्र मांभ ইছামতী, বসন্তপুর হইতে ধূমঘাট পর্যন্ত সেই একই ধারার নাম যমুনা। “যমুনেচ্ছ প্রসঙ্গমে’ ধূমঘাট দুর্গ স্থাপিত হয়। সেখানে যমুনা শাখা পশ্চিমমুখে এবং ইচ্ছামতী পূৰ্ব্ব মুখে গিয়া উভয়ে পরে দক্ষিণ-বাহিনী হইয়া o § সমুদ্রে