পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট . 8eo তন্মধ্যে শঙ্কর সর্বজ্যেষ্ঠ। শঙ্কর যে নিতান্ত নিরাশ্রয় ব্রাহ্মণ যুবকের মত যশোহরে গিয়াছিলেন এমন বোধ হয় না। পাঠানের পতন ও মোগলের উত্থান এই সন্ধিকালে দেশের সর্বত্র যখন অরাজকত উপস্থিত হয়, তখন তিনি স্বদেশের স্বাধীনতার মন্ত্রণ লইয়া প্রতাপাদিত্যের সহচর হন এবং পরে তাহাকে উক্তি করিয়া তুলেন। মানসিংহেব সহিত যুদ্ধে প্রতাপাদিত্যের পরাজয় কালে শঙ্কর বন্দী হন। পরে মানসিংহ যখন প্রতাপের সহিত সন্ধি ও সদ্ভাব স্থাপন করেন, তখন শঙ্কর মুক্ত হইয়া প্রতাপের কার্য্যত্যাগ করিতে বাধ্য হন। কথিত আছে, তখন তিনি মানসিংহের অনুগ্রহে ভূমিবৃত্তি লাভ করিয়া বৃদ্ধকালে বারাসাতে আসিয়া নিরাশ জীবন অতিবাহিত করেন । শঙ্কর চক্রবর্তী প্রতাপাদিত্য অপেক্ষ বয়সে বড় ছিলেন, সুতরাং বারাসাতে ফিরিয়া আসিবার কালে তাহার বয়স ৫০ বৎসরের কম নছে। প্রভাব তী প্রভৃতি নানা কাল্পনিক নামে শঙ্করের বীরপত্নীর শৌর্য্য-খ্যাতি বহু আধুনিক কাব্যোপম্ভাস ইষ্টতে বঙ্গীয় পাঠককে চমকিত করিয়াছে। সেই পত্নীর গর্ভে র্তাহার তিনটি পুত্র হয়—রামভট্ট বা রামেশ্বর তষ্টাচাৰ্য্য, মধুসূদন ও বাসুদেব। ক্রমে তাহদের বংশ বৃদ্ধি হইতে থাকে এবং অনেকে বারাসাতের পৈতৃক বাসস্থান পরিত্যাগ করিয়া দক্ষিণেশ্বর, বালী, হাওড়৷ বেলঘরিয়া, মহেশতলা, মানকর ও কৃষ্ণনগর প্রভৃতি নানাস্থানে ছড়াইয়। পড়িয়াছেন। র্তাহাদের বিস্তৃত বংশাবলী আমার নিকট থাকিলেও তাহা প্রকাশ করিবার স্থান নাট । সংক্ষিপ্ত কয়েকটি ধারা মাত্র দেখাইতেছি । শঙ্করের অধস্তন দশম পুরুষে পরমশ্রদ্ধেয় শ্ৰীযুক্ত সত্যচরণ শাস্ত্রী মহাশয় জীবিত আছেন। আধুনিক সময়ে তিনিই সৰ্ব্বপ্রথম প্রতাপাদিত্যের জীবনবৃত্ত সঙ্কলন করেন ; তাই তাহার ভ্রান্ত ও অভ্রান্ত বহুমত এক্ষণে বঙ্গেতিহাসের পৃষ্ঠা পূর্ণ করিয়াছে। শুধু প্রতাপ সম্বন্ধীয় গ্রন্থ নহে, তিনি শিবাজী, ক্লাইভ আলেকজেণ্ডার প্রভৃতির জীবনী লিখিয় খ্যাতি লাভ করিয়াছেন ; কিছুদিন হইল এই বংশোজ্জ্বলকারী ব্রাহ্মণবীর ব্রাহ্মণোচিত তেজস্বিত, আচারনিষ্ঠা এবং পাশ্চাতা পণ্ডিতের মত অমুসন্ধিৎসা লইয়া ব্ৰহ্মদেশ যবদ্বীপ ও গ্রাম প্রভৃতি পূৰ্ব্বদেশ সমূহ পরিদর্শন পুৰ্ব্বক বঙ্গদেশে ঐতিহাসিকের জন্ত এক নব যুগের অবতারণা করিয়াছেন । শাস্ত্রী মহাশয় দক্ষিণেশ্বরবাসী। বারাসাতেও শঙ্করের বংশায়ের বাস করিতেছেন তন্মধ্যে শঙ্কর হইতে ৮ম পুরুষ ঐযুক্ত নারায়ণচন্দ্র চট্টোপাধ্যার মহাশয়ের নাম উল্লেখ