পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8》를 যশোহর-খুলনার ইতিহাস কাশিম খাঁর নিকট বহুমূল্য উপহার প্রেরণ করেন এবং তঁহার সন্তুষ্টিসাধন করিয়া বাদশাহ জাহাঙ্গীবের স্বাক্ষর সম্বলিত ইশফপুর পরগণার সননা লাভ করেন। এই সময় হইতে র্তাহার “রায় চৌধুৰী” উপাধি হয় এবং সাধারণের নিকট তিনি রাজা বলিয়া পরিচিত হন। সনন্দ গ্রহণের পর কালিদাসের জীবদ্দশায় চাচড়ারাজ ইশফপুর লাভের জন্ত আর কোনও চেষ্টা করেন নাই । মন্থতাবের পুত্র কন্দপের সময় ( ১৬১৯-১৬৪৯) ইশফপুর কালিদাসের বংশীয়গণের করায়ত্ত ছিল। বহুদিন পরে কন্দপপুত্ৰ মনোহর রায় উহা অধিকার করিয়া লন । * পরগণ দখল করিয়া কালিদাস রায় তদন্তৰ্গত ভৈরব-তীয়বৰ্ত্তী বিভাগদি গ্রামে আবাসস্থান নির্দেশ করেন। কেশব সেনের ইদিলপুর তাম্রশাসনে এই বিভাগদি গ্রামের নামোল্লেখ আছে, সুতরাং ইহা অতি : প্রাচীন গ্রাম। কালিদাস এই স্থানে আসিয়া গড়কাট বাড়ী, বাসোপযোগী অট্টালিকা এবং মঠ মন্দিরাদি নিৰ্ম্মাণ করিয়া উহা রাজধানীর মত করিয়া লন। তাহার বংশধরগণ এখনও এখানে হীনভাবে বাস করিলেও তাহার বাসভূমি জঙ্গলাকীর্ণ হইয়া পড়িয়াছে। তাছার মধ্যে যদিও কোন মন্দির বা অট্টালিকা দণ্ডায়মান নাই, তবু নানাস্থানে রাশি রাশি ইষ্টকস্তুপ, মন্দিরের ভগ্নাবশেষ ও গড়ের চিহ্ন পূৰ্ব্বগৌরব স্মরণ করাইয় দেয়। তাহার খনিত প্রাচীন জলাশয় এখনও “মঠবাড়ীর দীঘি” বলিয়া খ্যাত । বিভাগদি হইতে পূৰ্ব্ব নিবাস সেথহাটি যাইবার জন্ত তিনি জলপ্লাবিত প্রান্তরের মধ্য দিয়া যে দশ বার মাইল দীর্ঘ উন্নত রাস্ত প্রস্তুত করিয়াছিলেন, তাহা এখনও বর্তমান আছে। সেখহাটির সহিত কালিদাসের বিশেষ সম্বন্ধ ছিল, তথায় তাহার জ্ঞাতিবর্গ তখনও বাস করিতেন। তাহারই সময়ে পুষ্করিণী খননকালে তথায় ভূবনেশ্বরী দেবার অপূৰ্ব্ব পাষাণ-প্রতিমার আবিষ্কার হয় এবং কালিদাসই র্তাহার প্রথম মন্দির নিৰ্ম্মাণ ও পূজার ব্যবস্থা করিয়া দেন। †

  • Westland's Jessore, pp. 45-6. -

+ छूवtबचद्रौबूठिंग्र निtनरु दिवङ्ग१ *म थt७ (२२१-२७* श्रृं: cमसब्रां श्रेष्ठाप्इ ।। ७अम DDBB BDDBB BB DD BBDDBBBDD DD DS DDDD DDDD DDDDDS প্রসিদ্ধ জ্ঞাঃ ভিনসেন্ট ক্ষিপ এই মূৰ্ত্তির ছবি দেখিয়া মুগ্ধ হইয়াছিলেন।