পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ग्निनिकै {}^ উহার নিমতালার বাহিরের মাপ ৩০%–৬%x ২৬ ফুট এবং দোতালার গর্ভমন্দির ১৪–৫%x ১৪–৫%। এখনও মন্দিরটি রীতিমত মেরামত না করিলে আর দীর্ঘস্থায়ী হইবে না। কৃষ্ণদেবের দোল উৎসবের জন্ত যে সুন্দর দোলমঞ্চ নিৰ্ম্মিত হইয়াছিল, তাহা এখনও আছে। ভগ্নগণ জামদর্য গোত্রীয় এবং ভট্টপল্লীর বৈদিক ভট্টাচাৰ্য্যগণ তাছাদের গুরু। - যাদৰেন্ত্রের পুত্র বিজয়রাম বিপুল বপু এবং অদ্ভুত দৈহিক বলের পরীক্ষা দিয়া প্রতাপের শরীররক্ষী সৈন্তদলের সর্দার হষ্টয়াছিলেন ( ২২৬ পূ: ) । তিনি দশ সহস্ৰ সৈম্ভের অধিনায়ক ছিলেন বলিয়া শুনা যায়। বিজয়রাম শেষ যুদ্ধ পৰ্য্যন্ত প্রতাপ-সৈন্সের অগ্রণী হইয়া যুদ্ধ করিয়াছিলেন। কোষাধ্যক্ষ বা র্তাহার পুত্র কখনও কোন প্রকার বিশ্বাসঘাতকতার পরিচয় দেন নাই । দিলে প্রবাদ র্তাহাকে অব্যাহতি দিত না ; আজ যে বিজয়রামের বীরত্ব-খ্যাতি যশোহর অঞ্চলে গৃহে গৃহে ধ্বনিত হইতেছে, তাহা হইত না। প্রতাপের পতনের পর, বিজয়রাম চতুঃপার্শ্বস্থ বাজিতপুর পরগণ দখল করিয়া বসেন এবং পরে নবাব সরকার হইতে উছার জমিদারী সনম এবং বংশানুক্রমিক চৌধুরী খেতাব লাভ করেন। বিজয়রাম হইতে ভঞ্জ চৌধুরীগণ সাত আট পুরুষ নলতায় বাস করিতেছেন এবং র্তাহারা স্বশ্রেণীস্থ প্রধান প্রধান কুলীন কায়স্থ এবং ব্রাহ্মণগণকে ভূমি-বৃত্তি দিয়া তথায় বাস করাইয়াছেন । কালে গোষ্ঠীবৃদ্ধি ও জ্ঞাতি-বিরোধবশতঃ ভঞ্জ জমিদারগণ হীনপ্রভ হইয়া পড়িয়াছেন। সমগ্র বাজিতপুর পরগণার মাত্র J• তিন আন অংশ এক্ষণে র্তাহাদের বহু সরিকের হস্তগত আছে ; অবশিষ্ট জমিদারীর দ• বার আন অংশ সাতক্ষীরার জমিদারবাবুদিগের এবং এক আন অংশ শ্রীপুর নিবাসী ৮যোগেন্দ্রচন্দ্র ঘোষের হইয়াছে। ইংরাজ আমলে চিরস্থায়ী বন্দোবস্তের সময় গবর্ণমেণ্ট এতদ্ধেশীয় যে সব জমিদারের সহিত প্রথম বন্দোবস্ত করিয়াছিলেন, তন্মধ্যে বংশীবদন ভঞ্জ চৌধুরী অন্ততম। যশোহর-খুমঘাট লাটেরও কতকাংশ তাহারই সহিত বন্দোবস্ত হইয়াছিল, এজন্ত ঐ অংশের মাম বংশীপুর লাট। সে লাট এক্ষণে টান্ধীর রায় যতীন্দ্রনাথ চৌধুরীর স্বত্বাধীন হইয়াছে। ভঞ্জ-বংশের বংশলতিকা এইরূপ –বিস্তাধর, তৎপুত্র পূর্ণানন, তৎপুত্র বিম্ভাসচন্দ্র, তৎপুত্র জয়রাম ও প্রভুরাম। জয়রামের পুত্র চূড়ামণি, তৎপুত্র ছৰ্গাদাস। এই হর্গাদাস বা তৎপুত্র হরিহর বোগতলায় বাস করেন। tు