পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ፃፀም যশোহর-খুলনার ইতিহাস ব্যাস। তৎপুত্ৰ বনমালী সিংহ বন কাটিয়া কান্দীতে ফুতি করেন। বনমালীর পৌত্র বিনায়ক ঐ প্রদেশের রাজা হইয়াছিলেন। পরে রাজা বিনায়কের বংশীয় ছয় জন এবং ঘোষ বংশীয় ছয় জন, এই বার জন মাত্র উত্তর রাঢ়ীয় সমাজে মুখ্য কুলান বলিয়া গণ্য হন। ক্রমে এই সব কুলীনগণ কান্দী, জেমে, পাচগুপী প্রভৃতি নানা স্থানে বিস্তৃত হইয় পড়েন এবং এই সকল স্থান উত্তর রাঢ়ীয় কায়স্থ সমাজের শীর্ষস্থান হয়। ষোড়শ শতাব্দীর শেষভাগে জিঝৌতিয় ব্রাহ্মণ বংশীয় সবিতা রায় মানসিংহের সাহায্য জষ্ঠ পুত্রপৌত্রসহ বঙ্গে আসেন এবং কিছুদিন পরে এই ফতেসিংহ পরগণার রাজা হন। সবিত রায় যে সকল হিন্দু মুসলমান জমিদারকে পরাজিত করিয়া ঐ পরগণা দখল করেন, তন্মধ্যে একজন কায়স্থ রাজার উল্লেখ আছে ; * তিনি সিংহ-বংশীয় কেহ হইতে পারেন। যাহা হউক, জেমো ও কান্দীতে সিংহবংশীয়দিগের প্রধান স্থান ছিল। পাইকপাড়ার রাজগণ কান্দীর সিংহবংশীয় এবং চাচড়ার রাজারা জেমোর সিংহবংশীয়। ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে মাধো বা মাধব সিংহ জেমোতে বাস করিতেন। কথিত আছে, কয়েক বিবাহে তাহার ২৭ পুত্র হয়, তন্মধ্যে রাঘবরাম সিংহ একজন । রাঘবরামের দুই পুত্ৰ—জ্যেষ্ঠ যজ্ঞেশ্বর ও কনিষ্ঠ ভবেশ্বর । সম্ভবতঃ যজ্ঞেশ্বরের পূর্ব নাম রত্নেশ্বর। তিনি একদা কিরূপে প্রতাপাদিত্যের যজ্ঞ রক্ষা করিয়া যজ্ঞেশ্বর উপাধি পান, ভাই আমরা পূৰ্ব্বে বলিয়াছি ( ২৩৯ পৃ: ) । সবিতা রায়ের ফতেসিংহ দখল করিয়া বাদশাহী সনন্দ পাইবার বহু পূর্বে উভয় ভ্ৰাতায় চাকরীর অনুসন্ধানে বাছির হন। যজ্ঞেশ্বর বিক্রমাদিত্যের রাজসরকারে আমীন দপ্তরে মুহুরীগিরি কার্য্যারম্ভ করেন ; পরে প্রতাপাদিত্যের সুনজরে পড়িয় তাহার চাকরীর উন্নতি হয়। তিনি শেষ পৰ্য্যস্ত প্রতাপের বিশ্বস্ত কৰ্ম্মচারী ছিলেন। টোডরমল্লের পর যখন খ আজম বঙ্গের স্ববাদার হইয়া আসেন (১৫৮২ ), তখন ভবেশ্বর রায় বঙ্গীয় 窮 “কদম্বাবনিপাল পুরসরিয়ান যুদ্ধে তথা ইণ্ডডিপাৰু BBBBBBB BBBBBB BBBB BBB BBS BBBBSBBBBtttt BDDDB BBBBB DDD DDS BDDDD DBBB BB BBBB BBBBD DD कब्रिब्रहिणन । -