পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꮬb" যশোহর-খুলনার ইতিহাস শামসুন্দর ও র্তাহার পুত্রের মৃত্যুর পর চারি আনি অংশ মীর্জা সালাহ্উদ্দীনের হন্তে গেলে, তিনিও অধিকদিন জীবিত ছিলেন না। তৎপী মনুষ্ঠা খান সম্পত্তির অধিকারিণী হইলে, ১৯৭৭সালে তিনিও উক্ত প্রস্তাবে সন্মত হন। চারি আনি অংশের দেয় বৃত্তি বার্ষিক ৩৫১ টাকা স্থির হয় ; উহা ১২৪২ সাল পর্য্যন্ত অর্থাৎ ৬৫ বৎসর কাল রীতিমত পাওয়া গিয়াছিল। তৎপরে হুগলীর মেতেউলীর প্রস্তাবে উক্তবৃত্তি গবৰ্ণমেণ্টের রাজস্ব বিভাগ হইতে নামঞ্জুর হয়। এ রাজা শ্ৰীকণ্ঠ রায়ের রাজত্বকালে ১১৮৮ সালে (১৭৮২ খৃঃ) তিনি চাউল পয়সা বৃত্তির বদলে ৬• • •/ বিঘা জমির দেবোত্তর সনন্দ লিথিয়া দেন। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের পর সে দেবোত্তর সম্পত্তিও গবর্ণমেণ্ট কর্তৃক বাজেয়াপ্ত হয়। ছুর্গাননের মৃত্যুর পর তৎপুত্র যশোমন্ত এবং পরে যশোমস্তুের দুইপুত্র হরিশ্চন্দ্র ও কৈলাসচন্দ্র ক্রমান্বয়ে সেবায়ং হন। কৈলাস চন্দ্রের সময়ে দেবোত্তর সম্পত্তি বাজেয়াপ্ত হইলে, তিনি গবৰ্ণমেণ্টের নিকট ঐ বৃত্তিমহল খারিজ। তালুক স্বরূপ বন্দোবস্ত করিয়া লন। কিছু দিন পরে তাহাও বাকী খাজনায় নীলাম হইয়৷ গেলে, অৰ্দ্ধাংশ চাচড়ার রাজা এবং অপরাদ্ধ নরেন্দ্রপুরের ব্রাহ্মণ জমিদার মহিম চন্দ্র মজুমদার খরিদ করেন। তদবধি র্তাহারা সেবার জন্ত কিছু কিছু মাসিক বৃত্তি দিতেন। মহিম বাবুর মৃত্যুর পর,র্তাহার বৃত্তি বন্ধ হইয়াছে, এখন চাচড়া রাজ সরকার হইতে সামান্ত কিছু পাওয়া যায়। কৈলাস ব্রহ্মচারী নিঃসন্তান ; তাহার জীবদ্দশায় তাহার একমাত্র ভ্রাতুষ্পুত্র শশিভূষণের মৃত্যু ঘটলে, কৈলাসচন্দ্র শেষ বয়সে যাবতীয় সম্পত্তি স্বীয় গুরুদেব চন্দনীমহল-নিবাসী যজ্ঞেশ্বর ভট্টাচাৰ্য্য মহোদয়কে লিখিয়া দেন। ভট্টাচাৰ্য্য মহাশয় এক্ষণে পরলোকগত । তাহার ভ্রাতারা এক্ষণে দশমহাবিদ্যার সেবায়ুৎ আছেন। এখন নিষ্কর সম্পত্তি ও লোন্‌ আফিসের গচ্ছিত টাকার সুদ বাবদ মোট বার্ষিক ৫.৬ শত টাকা আয় আছে ; উহা এবং সমাগত পূজার্থিগণের নিকট হইতে যাহা পাওয়া যায়, তারা কষ্টে বিগ্ৰহগণের সেবা ও অতিথি সৎকার চলিতেছে। ফুর্গোৎসবের সময় দশমহাবিদ্যার বাড়ীতে এবং চাচড়ার রাজবাটীতে চওঁীমণ্ডপে প্রতিপদাদি কয়ারম্ভ করিয়া সপ্তশতী চওঁীও যেমন পঠিত হয়, কবিকঙ্কণ-কৃত চণ্ডী

  • sv७१ श्रृंहे॥ंशङ्ग २•ं शश्नीुौत्र वृखिब $ांक नां★थूब्र कब्र इग्न ।

t ठtब्रॐ११, १७२७. अtद१. २०० *: ( Àबरिनौकूभांब्र cनएमब्र थक्क ) ।