পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ꮤ%8 যশোহর-খুলনার ইতিহাস র্তাহার রাজ্যকে মোটামুটি উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভাগ করা যায়। উত্তরের ভাগ জনপদাংশ ; উহা উত্তরে পাবনা হইতে দক্ষিণে ভৈরব নদ এবং পশ্চিমে মামুদ্রশাহী পরগণা হইতে পূৰ্ব্বদিকে মধুমতী পারে তেলিহাটি পরগণার শেষ পর্যন্ত বিস্তৃত। দক্ষিণভাগ সুন্দরবনের ক্ষণস্থায়ী আবাদমহল ; উহ। উত্তরে ভৈরবন হইতে আবাদের দক্ষিণ সীমা পর্য্যন্ত এবং পূৰ্ব্বদিকে পশরনা ইষ্টতে পূৰ্ব্বদিকে বলেশ্বর পারে বরিশালের কি পৰ্যন্ত বিস্তৃত। কে কেছ বলেন, তাহার রাজ্য ৪৪টি পরগণ লইয় গঠিত এবং উহার হস্তৰুদ্ৰ আয় কোটি টাকার উপর । নাটোর রাজ্য সাধারণতঃ ৫২ লক্ষ ৫৩ হাজারের জমিদারী বলিয়৷ খ্যাত। ৮মধুসূদন সবকার মহাশয় স্থির করিয়াছিলেন যে, সীতারামের জমিদারী নাটোর রাজ্যের স্ত্র অংশ ছিল । সুতরাং রাজস্ব ৩৫ লক্ষ টাকা । আর সীতারামের অৰ্দ্ধাংশ মাত্র জমিদারী নাটোরের গ্রাসে পড়ে, অবশিষ্টাংশ অন্তের সঙ্গে বন্দোবস্ত হয়। মৃতরা সীতারামের জমিদারীর রাজস্ব ৭০ লক্ষ টাকার কম নহে। নবাবের রাজস্ব কখনও হস্তবুদ আদায়ের স্ট্র অংশের অধিক হইত না। মোট কথা, গঠনের সঙ্গে সঙ্গে যাহার পতন হয়, তাছার আকারের পরিমাণ স্থির করা যায় না। রাজ্যের আয় হইতে র্তাহার সমৃদ্ধি স্বল্পকালের জন্ত যতই বৃদ্ধি পাউক, তাহ অচিরে ছিন্ন ভিন্ন ও উৎপন্ন হুইয়া গিয়াছিল। উহার উত্থান পতন উল্কার মত আকস্মিক এবং তাহার রাজ্য-সৌধ তাসের ঘরের মত ক্ষণিক । দ্বিচভারিংশ পরিচ্ছেদ-সীতারাম রাক্স (ঘ) রাজত্ব ও ধৰ্ম্ম প্রাণত সীতারাম আদর্শ হিন্দু নৃপতি । তাহার রাজ্য যতই ক্ষুদ্র হউক, তিনি সেই ক্ষুদ্র গওঁীর মধ্যে হিন্দুরাজত্বের আদর্শ সম্মুখে রাখিয়া প্রজা পালন করিবার সমধিক চেষ্টা করিয়াছিলেন। হিন্দু রাজার মত তিনি রাজস্ব সংগ্ৰহ করিতেন, জনপ্রিয় লাকপালের মত তাহা ব্যয় করিতেন। র্তাহার সম্বন্ধেও বলা যায় ঃ–