পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

જીરપછ যশোহর-খুলনার ইতিহাস ইহুনার রায় বংশ—মধুমতি-কুলে ইতনা গ্রাম অতি প্রাচীন স্থান। ৬৭শত বৎসর এখানে লোকের বসতি আছে। ইহার পূর্ব নাম ইটুন ; সমস্ত ঘটক-গ্রন্থে এবং দলিল পত্রে ইটুন নামই দেখা। সম্ভবতঃ ষোড়শ শতাব্দীর শেষ ভাগে এইস্থানে আখগুল-বংশীয় ভট্টাচাৰ্য্য, রাহী-বংশীয় বঙ্গজ কায়স্থ এবং মজুমদার-উপাধিধারী বঙ্গজ বৈদ্যবংশ আসিয়া বাস করেন। এই তিন ঘর এখানকার প্রাচীন ভূম্যধিকারী । তন্মধ্যে বীরত্বে ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গজ মাছাকুলতিলক পরমানন্দ রায় তাহার সমসাময়িক প্রতাপাদিত্য ও মুকুন্দরাম রার প্রভৃতি ভূঞাগণের সঙ্গে সমপদবীতে দাড়াইবার চেষ্টা করিয়াছিলেন, এইজন্ত প্তাহার কথাই এখানে বলিতেছি । এই ৰঙ্গজ রাহ কায়স্থগণ শাণ্ডিল্য-গোত্রীর। তাহাদের বীজপুরুষ কৃষ্ণ স্নাহ ৰদ্ধমানে বাস করিতেন তৎপরে তত্ত্বংশীয় দুর্গাবর তেলিহাটি-উজানীর জমিদার বংশীয় শ্রীযুক্ত খাঁ আদিত্যকে কন্যাদান করিয়া এ অঞ্চলে আসেন। দুৰ্গাবরের পুত্র গোবিন্ধ রাহার অবস্থা অত্যন্ত শোচনীয় হইয় পড়ে এবং তিনি জীবিকার জন্ত নীচ ব্যবসায় অবলম্বন করেন। কোন কোন ঘটককারিকায় গোবিন স্পষ্টতঃ *ঘরামি” বলিয়া আখ্যাত হইয়াছেন। দেশীয় প্রবাদেও আছে ? -“আগে রায় ছাপ্পর বন, শেষে রায় পরমাননা।” গোবিমোর দুই পুত্র, কুমুদ ও পরমানন্দ। পরমানন্দ নিজ প্রতিভায় স্বীয় কুল উজ্জ্বল করিয়া গিয়াছেন। তিনি ভূষণাধিপতি মুকুন্দরামের একজন সেনাপতি ছিলেন, সেই কাঁধ্যে প্রতিষ্ঠা ও অর্থলাভ করিয়া মকিমপুর পরগণার জমিদার হইয় বসেন। মুকুন রায় ভূষণার বে নুতন সমাজ বা পটী গঠন করেন, পরমানন্দ তাছার প্রধান উল্পোক্ত ছিলেন (৫৩৪ খৃঃ) । মুকুন্দের পতনের পর পরমানন্দ সেই সমাজের একাংশ রক্ষা করিবার চেষ্টা করেন এবং ইতনাকে তাহার কেন্দ্র করিয়া বহু बजज कूणैौन श्रीनब्रन कब्रिग्न उथांब्र बांन कबाहेब्बाहिरणन ! ७ह, cषांश, बर् এতুতি ইত না রায়ের আনীত অনেক বঙ্গজ কুলীন রায়ের আশ্রিত ভাবে এখনও ঐ স্থানে বাস করিতেছেন। মকিমপুর পরগণার অধিপতি হইলে পৰমানদের ‘রায় উপাধি হয়। সাধারণ লোকে তাছাকে রাজ পরমানন্দ বলিত । তিনি যে মকিমপুরের জমিদার ছিলেন,