পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোধখানায় চৌধুরীবংশ لأبينين পদে প্রতিষ্ঠিত ছিলেন। তৎপুত্র আনন্দলাল ১৮ বৎসর বয়সে গভর্ণমেণ্টের চাকরীতে প্রবেশ করিয়া মৃত্যু (১৮৬১ খৃঃ) পৰ্য্যন্ত হুগলী ও যশোহরে নানাকার্ধ্যে লিপ্ত ছিলেন। তাছার জীবনের অধিকাংশ কাল যশোহরে কাটাছিল। সেই সমরে তৎপুত্র হরিশ্চন্দ্র রায় "পারণী, উর্দু ও বঙ্গভাষার সুপারগ বলিয়া কালেক্টরীতে মুলীগিরি পদে নিযুক্ত হন (১৮৪৭)। আনন্দলাল শোহরে থাকিবার সময় উছার সন্নিকটে কিছু তালুক অর্জন করেন এবং তথাকায় প্রজাবর্গের জলকষ্ট নিবারণের জন্ত ধোপাখোলায় একটি স্বন্দর পুষ্করিণী খনম করিয়া দেন। অনলালের সময়েই রাজুলীৰ স্বম্বৰ অট্টালিকা সমতি বৃহৎ আবাসঘাট নিৰ্ম্মিত হয়। এই আনন্দলালের পুত্র হরিশ্চন্দ্র রায় স্তর প্রফুল্লচত্রের পিতা এবং পুত্র-সম্পদে তিনি আজ দেশবিখ্যাত। -- - বাৰু হরিশ্চত্র সময়োচিত উপযুক্ত শিক্ষালাভ করিয়াছিলেন। সঞ্জ, বাঙ্গালা, ইংরাজী ও ফারসীতে র্তাহার বিশেষ অধিকার ছিল। তিনি সমাজমধ্যে আধুনিক সভ্যতার উদার মতাবলম্বী এবং অগ্রণী ছিলেন। নিজে যেমন শিক্ষিত, তিনি শিক্ষালোকে , প্রতিবেশিগণকে উন্নত করিবার জন্ত তেমনই উদ্যোগী ছিলেন। এমন কি, ১৮৪৫ অন্ধে তিনিই প্রথম রাড়ীতে বালিকাৰিয়ালয় খুলেন এবং বহু ৰংসর দ্বাৰত নিজ গ্রামে একটি মধ্য-ইবোৰী স্কুলের ধাৰতীয় আবখ্যক ব্যয়ঙা খহন করেন। ১৯•৩ অন্সে ঐ বিদ্যালয় হাই স্কুলে পরিণত इ७श अबर्षि ॐईशहे भक्षाश शूब नगिनोकांख फैशत्र गणाशक ७वः फूडौश शूद्ध প্রফুল্লচন্দ্ৰ সৰ্ব্ববিষয়ে উহার পৃষ্ঠপোষক আছেন। এতদিন পর্য্যন্ত স্কুল ওঁ হাঙ্গেরই নিজৰাটীতে ছিল ; সম্প্রতি প্রফুল্লচঞ্জের চেষ্টার ফলে গবৰ্ণমেণ্টের বিপুল সাহায্যে স্কুলটির জন্ত পৃথক স্থানে বিরাট অট্টালিকা নিৰ্ম্মিত হইয়াছে। হরিশ্চজ যে निकांब वैौज cबानन कब्रिड्राझिालन, ठांशत्र अङ्क शहेष्ठ जवाiझ्ठ ठेब्रठिहरू ফলপ্রস্থ বৃক্ষের সৃষ্টি হইয়াছে। প্রফুল্লচন্দ্র সম্প্রতি স্থানীয় লোকের শিক্ষাকার পৃথক্ভাৰে সমিতি গঠন করিয়া যে অর্থভাণ্ডার দান করিয়াছেন, তাহার ফলে স্কুলটি যে কালে কলেজে পরিণত হইবে না, তাহা কে বলিতে পারে ? বাৰু क्रित निम्बत्र झािि श्रृङत्र विकाब्र अछ अक्इब्र अउिङि बाबार्षिका করিয়াছিলেন। জাঙ্ক দেশের লোকে তাহার সে প্রচেষ্টার ফলভাগী হইয়াছে । তাহার মত পুত্রভাগ্য বশোহর-খুলনার মধ্যে কাহারও হয় নাই।