পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ-যশোহর ও খুলনার গঠন ও বিস্তৃতি ১৭৭২ অষ্ট্রে ওয়ারেণ হেষ্টিংস গবর্ণর নিযুক্ত হইয়াই রাজস্ব আদায়ের জন্ত স্থানে স্থানে কালেক্টর বসাইরা দেন। ঐ সময়ে ফরিদপুর, যশোহর ও খুলনা লইয়া একটি তহশীল বিভাগ গঠিত হইয়া একজন কালেক্টরের হস্তে ন্তস্ত হয়। কিন্তু দুই বৎসর মধ্যে এ ব্যবস্থা রহিত হয় এবং কর-সংগ্রহের নানা গোলযোগ চলিতে থাকে। ১৭৮১ অম্বে ঐযুক্ত ছেঞ্জেলসাহেব যশোহর সার্কেলের জজ ও ম্যাজিষ্টেটু হইরা মুড়লীতে আসেন, সে কথা বলিয়াছি। ১৭৮৬ অন্ধে যশোহর একটি পৃথকৃ জেলারূপে পরিণত হয় । ইহাই বঙ্গের প্রথম জেলা এবং হেঙ্কেলসাহেল সে জেলার প্রথম কালেক্টর। তখন মোটামুটি ইশপপুর ও সৈয়দপুর পরগণা-সমষ্টি বা চাচড়া-রাজ্য লইয়া জেলা হয়। ১৭৮৭ অন্ধে মামুদশাহী পরগণ উছার সহিত যুক্ত হয়। যশোহর হইতে বনগ্রাম পৰ্য্যন্ত রাস্তার দক্ষিণভাগে ইচ্ছামতী নদীই এই জেলার পশ্চিম সীমা ছিল। ১৭৯৩ অন্ধে নলীসমেত ভূষণ বিভাগ যশোহরের অন্তর্ভুক্ত করিয়া দেওয়া হয়। ১৭৯৪ খৃষ্টাব্দে পুনরায় সীমার পরিবর্তন হয়। তখন ঝিকরগাছার কাছে কপোতাক্ষী নদী যশোহর জেলার পশ্চিম সীমা হয়। ঝিকরগাছা হইতে বনগ্রাম যাইবার রাস্তার উত্তরাংশ নদীয়া জেলাভূক্ত হয়, কিন্তু উছার দক্ষিণাংশ অর্থাৎ কপোতাক্ষী ও ইচ্ছামতীর মধ্যৰৰ্ত্তী প্রদেশ যশোহরের মধ্যেই রছিয়া যায়। বহুকাল পরে ১৮৬৩ অন্ধে এই দক্ষিণাংশ অর্থাৎ প্রধানতঃ সাতক্ষীর সব ডিভিসন कक्षि*-*ब्रशंभ cखगांग्न भाषा शां★ ७वर ठेख्द्राश्नं वा बनशाम भश्कूत्र नौशा হইতে যশোহরের অন্তর্ভুক্ত হয়। ১৮৪২ অন্ধে খুলনাকে একটি মহকুমার পরিণত করা হয়। ইহাই বঙ্গদেশের भाश ग6थथम नरऽिछिगन । गन्यूं4 बांtश्रब्रश ७द१ गाभाझ्न जमब ७ নড়াইলের কতকাংশ ঐ সমৰে খুলনা মহকুমার শাসনাধীন হইয়াছিল। ১৮৪৫ জন্ধে মাগুর মহকুমা স্থাপিত হয়। যেখানে মুচিখালী দিয়া গড়ষ্ট ও কুমীরনদের জল নবগঙ্গা পড়িতেছিল, সেই সন্ধিস্থলে নবগঙ্গার দক্ষিণমূৰী