পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वtञांशत्र-लंबां★ हैउिशन মঞ্চ জেলা বিভাগ ও সীমা পরিবর্তনের জন্য হিসাবও পরিবর্তিত হইয়াছে। ১৯•• খৃষ্টাৰে যশোহরের রাজকর ৮,৭৯,৫৭২ টাকা এবং খুলনায় ৬,৬৭,৭৯৩৭ টাকা উভয় জেলায় মোট ১৫,২৭,২৭৫ টাকা হইয়াছে । ইহার লঙ্গে পথকর প্রভৃতি সেন্স আছে ; তাহা যশোহরে ১৯•• অন্ধে ২,৭২,৫৯৩ টাকা এবং খুলনায় ১,৬৪,৪৪১ টাকা মোট ৩,৬৬,৯৬৪ টাকা । রাজস্ব ও সেস্ উভয় দক্ষয় দুই জেলার মোট আদায় ১৮,৯৪,১৭৯ টাকা । * . . . . . চিরস্থায়ী বন্দোবস্তের স্কুফল ও কুফল উভয়ই আছে ; আমরা সংক্ষেপে:উহার বিচার করিতেছি। প্রথমতঃ বন্দোবস্তের ফলে দেশে একটা শাস্তি ও স্বত্বাধিকারের স্থায়িত্ব সংস্থাপিত হইয়াছে। (১) ১৭৭২ -অন্ধের পর, প্রায় বছর বছর বশোবন্ত হইত। সহজে রাজস্ব কমান হইত না ; কখনও বা কিছু বৃদ্ধি করাও হইত। প্রতিবৎসর কালেক্টরের সঙ্গে পর কলাকলি করির জমিদার দিগেরই ক্ষতি হইত। র্তাহাদের সর্বদা ঐ চিত্তাই প্রবল ছিল এবং উহার জাহ্মসম্মান বজায় রাখিয়া জমিদারী রক্ষা করিতে গিয়া ঋণগ্রস্ত হইতেন। # দরে না-বনিলে ভূম্যধিকারীরা সম্পত্তি ছাড়িয়া দিতে পারিতেন না, তাহ হইলে যে তাহাজের জীবনোপায়, পৈতৃক মানসন্ত্রম ও ক্রিয়াকৰ্ম্ম বন্ধ হইয়া যায়। কর্ণওয়ালিসের ব্যবস্থায় এই চিন্তাক্লেশ হইতে জমিদারের নিষ্কৃতি পাইলেন। (২)চিরস্থানী ব্যবস্থার পূৰ্ব্বে জমিদার ও প্রজার সঙ্গে জমির কোন পাকাপাকি স্বত্ব-সম্বন্ধ ছিল না । জমিদার উদার-হৃদয় হইলে সে স্বজন্তু কথা, সাধারণতঃ जकरणहे dधबाज़ निकछे श्हेरङ cष यांश भांब्रिाऊन, जांबांद्र कब्रिङ्ग जश्रङन । তজন্ত প্রজার পূৰ্ব্বে জমির জাবাদ বা উন্নতির দিকে চাহিত না । এখন প্রজার একটা স্বত্ব-স্বামিত্ব স্থির হওয়ার জমির প্রতি তাহাদের আসক্তি বাড়িল। (৩) পূৰ্ব্বে গবর্ণমেণ্ট, জমিদার বা প্রজা পরস্পর কাহারও মধ্যে বিশ্বাস ছিল না, ভজন্ত

  • Husto's yessure (vol. ii) p. sas. District statistics, Khulna P. is, Jessore թ,: *. &

t “The annual Revenue being, in fact, fixed on each Zamindar without any detailed assessment, but rather by a sort of haggling between the Collector and the Zemīnāass, the latter must go to the wall. That the Zemindars did go to the wall and they were irretrievably plunged in debt, is a fact.” Westland's ỹessore p. 83.