পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রাহ্মণ-সমাজ ly ed. ও আচাৰ্য্যশেখরীর বাস। শেষোক্ত মেলের কুলীনগণ কাশীপুর, ব্রাহ্মণডাঙ্গ, ইতিন, সরগুন, আফর ও সেখহাটি প্রভৃতি স্থানে আছেন। পাস্তাপাড়া ও ইতিনার কাঞ্জিলালগণ মুরাই মেলের শ্রেষ্ঠ কুলীন । কুলীন বংশজের মধ্যে যশোহর খুলনার নিম্নলিখিত ব্রাহ্মণ বংশগুলি সমাজের মধ্যে মহোজ্জল ৷ লক্ষ্মীপাশা ও জয়পুরের বন্দ্য ও মুখো, নকীপুর, নকফুল, বাক, ছঘরিয়া ও আলতাপোলের বন্য, কাশীপুর, খাল্কা ও ঘাটভোগের চট্ট, সারধার মুখে, বিষ্ণুপুরের শাণ্ডিল্য রায় ও ফুলিয়া মুখে, বারুইখালির মুখে, সেনহাটির মুনীরমল্ল বংশীয় সিদ্ধাস্ত-ভট্টাচাৰ্য ( বন্দ্য, ৪২২-৩ধূ: ), চন্দনীমহলের ভট্টাচাৰ্য্য (কচুনার মুখট, দ্যাকরের সন্তান ) এবং ধনবিজয় চট্ট, ঈশ্বরীপুরের অধিকারী চট্ট (৪৪০-২খৃঃ), জয়দিয়ার রায়চৌধুরী ও মুরাই মুখো, লথপুরের কাগুপ-চৌধুরী ও চাচড়ী-বিষ্ণুপুরের কাশুপ-ভট্টাচাৰ্য্য, তালখড়ির ভট্টাচার্য ( কাচনার মুখটা ), আঠার খাদার চক্ৰবৰ্ত্ত (বন্য), বারুইপাড়ার শাণ্ডিল্য রায়, নলডাঙ্গার রাজ বংশীয় দেবরায় (আখগুল বন্দ, ৪৬০-১ পৃ: ), ঘাটভোগ ও গাথালির আখওল ভট্টাচাৰ্য্য ও সুতির আখগুল-রায়, মল্লিকপুরের বাৎস্ত-ভট্টাচার্য (কানু-কাঞ্জিলাল) আজগড়ার ঘোষাল, ভূগিল হাটের বাৎস্ত-পুতিভূও ভট্টাচাৰ্য্য, আঁধার মাণিকের কাগুপ-ভট্টাচাৰ্য্য (খনিয়ার চাটুতি, ৮৩.৪পৃঃ), মহেশ্বরপাশার চট্ট, বোধগান, দেয়ান ও বানার রায় (ভরদ্বাজ ), পীলজঙ্গের গুরু-ভট্টাচাৰ্য্য (বাৎস্ত-কাঞ্জিলাল ) মূলঘর, মহেশ্বরপাশা ও পাবলার “মুখভারত ভট্টাচাৰ্য (বাৎস্ত-কাঞ্জিলাল ) প্রভৃতি বংশগুলি বিশেষ বিখ্যাত । শ্রোত্রিরদিগের মধ্যে সাৱল, কুন্দলী ও সেনছাটর কাজার বশ "বি" ব্রাহ্মণ্য,সদাচার ও সংক্রিয়ার জন্ত বিশেষ বিখ্যাত।” ঘাটভোগ, বেগ ও সেনহাটির সঞ্জৰিত (পাকড়াশী) সন্তানগণ দেশমান্ত গুরুবংশীয় । মহেশপুরের শিমলাল ভট্টাচাৰ্য এবং প্রতাপকাটি, চাপাকুল কামালপুর, সাগরদাড়ি ও কোড়ামারা ভারতী” বংশীয় শিমলায়ী কাপ্তপ ভট্টাচার্যগণ প্রসিদ্ধ অবিলৰ সরস্বতীয় বংশধর সিদ্ধস্রোত্রিয় (২৪৩গৃঃ)। মহেশপুর, বিছালী ও দক্ষিণডিহির গুড়-বংশীয় রায় চৌধুরিগণ কুলক্রিয়ার জন্ত খ্যাত। বাটভোগ ও त्रि?ारडोरश्रब डूनबिभ१ वहङ्कलीनब आवग्ननाडl, देशजबई यकर" क्रिङ्गलि