পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কায়স্থ-সমাজ ♥›ዓ যোগেজচত্রের স্বযোগ্যপুত্র জমিদার খ্ৰীযুক্ত সতীশচন্দ্র ঘোষ কাটুনিরার গোবিন্দদেবের মন্দিরের ব্যয়ভার বহন করেন (২৬২পৃঃ)। বঙ্গজ মৌলিক দিগের মধ্যে রাঙ্গদিয়-সিংগাতি ও শ্ৰীপুরের মোগলা দত্ত এবং শ্ৰীপুরের দাস মজুমদার গণের নাম উল্লেখ যোগ্য । সিংগাতির দত্ত রায়ের বসন্তরায়ের শ্বশুর-বংশ, সে পরিচয় যথাস্থানে দিয়াছি ( ১১১ পু: )। ব্যারিস্টার মিঃ প্রমথ নাথ দত্ত শ্ৰীপুরের দত্তবংশীয়। হাই কোর্টের খ্যাতনামা উকীল এবং ইউনিভার্সিটি আইন কলেজের ভাইস্প্রিন্সিপাল বিরাজমোহন মজুমদার জীপুরের দাস বংশের উজ্জল রত্ন । দক্ষিণরাঢ়ীয় সমাজ-কায়স্থদিগের মধ্যে যাহারা বালী যুগে রাঢ়ের দক্ষিণভাগে ভাগীরথী প্রবাহের দক্ষিণ (ডাইন ) কুলের অধিবাসী ছিলেন, তাহারাই দক্ষিণরাঢ়ীয় সমাজভুক্ত হন। সমতট প্রদেশ যেমন ক্রমে উন্নত, শস্ত পূর্ণ ও বাসোপযোগী হইতেছিল, রাঢ়ে যখন পাঠান-বিদ্রোহ, বৈদেশিকের উপনিবেশ, দস্ল্যর উৎপাত ও বর্গীর হাঙ্গামা ঘটিতেছিল, তখন ক্রমে ক্রমে অভিযান-পরায়ণ কায়স্থগণ গঙ্গাপারে, যশোহর-রাজ্যে নানাস্থানে আসিয়া বাস করিতেছিলেন। অগ্ৰে আসিয়া:ছলেন মৌলিকেরা, তাহারাই শেষে মূল বাসিন্ধা হইয়া কুলীনদিগকে সম্বৰ্দ্ধনা করিয়া আনিছিলেন। কুলস্থানগুলি সবই গঙ্গাতীরে ছিল ; ধনধান্ত বা স্বচ্ছন জীবিকার আশায় বা সঙ্গতিসম্পরের সঙ্গে সম্বন্ধের প্রলোভনে কুলীনের অনেকেই পারত্রিক অপেক্ষ ঐহিকের প্রতি অধিক মনোযোগ দিয়া যশোহর-খুলনায় উঠিয়া আসিয়াছিলেন। সেরূপ বসতির গুঢ় তত্ত্ব এবং কৌলীষ্ঠের জ্ঞাতব্য তথ্য প্রথম খণ্ডে আলোচনা করিয়াছি। তবুও এস্থলে একান্ত পক্ষে যাহা না বলিলে নয়, এমন দুই একটি কথা অতি সংক্ষেপে বলিয়া লইতে হইবে। দক্ষিণরাচীর দিগের মধ্যে লোকালিন ঘোষ, গৌতম ৰন্থ ও বিশ্বামিত্ৰ গোত্রীয় মিত্র, এই তিন ধর কুলীন ; দেব, দত্ত, কর, পালিত, লেন, সিংহ, গুহ ও দাস—এই ৮ ঘর সিদ্ধ মৌলিক এবং চজ, সোম, রাহ, মাগ, বিষ্ণু, ব্ৰহ্ম প্রভৃতি ৭২ ঘর সাধ্য মৌলিক, মোট ৮৩ ঘর। কুলীনদিগের প্রত্যেকের দুইটি করিয়া সমাজ ছিল, তদনুসারে উহাদের শ্রেণী বিভাগ হইয়াছে। ঘোষদিগের সমাজ বালী ও আকৃন, বস্তুদিগের মাহিনগর ও বাগাও এবং মিত্রদিগের বড়িয 9:9