পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস ولانا বিক্রমাদিত্য পূর্বেই নিজ সম্পত্তি এবং পরিজনবর্গ যশোরে পাঠাইয়া ছিলেন। এখন দাযুদের ধনরত্ন অঙ্কগত হইল। পলায়িত দাযুদের জ্ঞান হইলে, এ সম্বন্ধে বিক্রমাদিত্যের সহিত তাহার অনেক কথা হইল। পলায়ন-পথে সে দুৰ্ব্বহ ধনভার লইয়া লাভ নাই, কারণ হয়তঃ তাহ মোগলেরা লুটিয়া লইবে । সুতরাং সমস্ত ধনরত্ব তিনি মন্ত্রী বিক্রমাদিত্যের নিকট এই বলিয়া গচ্ছিত রাখিলেন, যে যদি কখনও মোগলের হাত হইতে বঙ্গদেশ তাহার করায়ত্ত হয়, তবে উহা গ্রহণ করিবেন, নতুবা উহা বিক্রমাদিত্যেরই থাকিল। তবে তাহাকে এই বলিয়া প্রতিজ্ঞ করান হইল যে, তিনি কখনও মোগলের পক্ষভুক্ত হইয়া পাঠানের বিপক্ষে দণ্ডায়মান হইতে পরিবেন না এবং এই অর্থভার বঙ্গের স্বাধীনতা এবং পাঠানের প্রভুত্ব রক্ষার জন্যই ব্যয় করিবেন। দায়ুদের তখন মনের ভীষণ অবস্থা ; কোথায় তিনি প্রবল যুদ্ধে হারাইয়া মোগলকে তাড়াইয়া দিবেন, আর কোথায় আজ তিনি পরাজিত, লাঞ্ছিত এবং পলায়িত। উড়িষ্যা হইতে পাঠান সৈন্ত আসিবার কথা ছিল, দায়ুদ সেই দিকে ছুটলেন। বিক্রমাদিত্য নৌকাযোগে ধনভার যশোরে পাঠাইলেন। দাযুদের পলায়নের সংবাদ পরদিন প্রাতে আকবরের নিকট পৌঁছিলে, তিনি তৎক্ষণাৎ পাটন দুর্গ অধিকার এবং নগরী লুণ্ঠন করিয়া লইলেন। দায়ুদের সেনাপতি গুজর খাঁ কতকগুলি হস্তিপৃষ্ঠে দ্রব্যাদি দিয়া নিজে দুর্গের পশ্চাদ্ভাগ দিয়া প্রস্থান করিলেন। আকবর মুনেম খাকে বাদশাহী সৈন্তের সেনাপতি রাখিয়া স্বয়ং গুজরের পশ্চাদ্ধাবন করিলেন এবং দারিয়াপুরের ৬ সন্নিকটে প্রায় ৪০০ হস্তী হস্তগত করিয়া লইলেন। মুনেম খাকে “খ খানান্‌” উপাধিসহ বাঙ্গালার নবার করিয়া আকবর শীঘ্রই আগ্ৰায় প্রত্যাগত হইলেন। p. 378. “Srihari who was Daud's rational soul was going off rapidly to the country of catar ( Jessore)”—Akbarnama i Beveridge) Vol. III p. 172. See also Al-Badaoni (Lowe) Vol. II p 184. “coyoto castiãot from $tal to কিছু মূল্যবান দ্রব্য ছিল, সমন্তই সহস্ৰাধিক নৌক বোঝাই করির দুর্তেম্ভও নির্জন, যশোহর নামক স্থানে আনিয়া রাখা হইল।” “বিশ্বকোষ," ১৮শ খণ্ড, ৪৯৩ পৃঃ। এই সকল উক্তিতে অতিরঞ্জন থাকিতে পারে, কিন্তু ইহা একেবারে অমূলক নছে। প্রবাদের সহিত ঐতিহাসিকের সাক্ষ্যও প্রবল । এ প্রসঙ্গে ‘বাঙ্গালার ইতিহাস" ( রাখাল বাবু), ২য় খণ্ড, ৩৭৭ পৃষ্ঠা কষ্টব্য।

  • বর্তমান মোকামাখtট ষ্টেশনের ১ ক্রোশ জ্বক্ষিণে ।