পাতা:যাত্রিকের গতি.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

孙歇翰 বিশ্বাসির বিপক্ষে ঈর্ষির সাক্ষ্য। তে আপন রাজার পক্ষে সভাস্থ লোকদের মধ্যে যাহাদের কিছু বক্তব্য থাকে, তাহার এই ক্ষণে সাক্ষাতে উপস্থিত হইয়। সাক্ষ্য দিউক। এমন কথা শুনিয়t * ঈষী ও * অতিরিক্তাচারী এবং * স্তবার্থী নামে তিন সাক্ষী উপস্থিত হইলে বিচারকর্ত-জিজ্ঞাসিলেন, তোমরা এই বন্দিকে চিন কি না? এবং ইহার বিরুদ্ধে আপন রাজাৱ পক্ষে তোমাদের বক্তব্য কি আছে ? তাহা বল। . তখন ঈষী সম্মুখে উপস্থিত হইয়। এই রূপ সাক্ষ্য দিতে লাগিল, হে মহাশয়, আমি ঐ মনুষ্যকে অনেক কালাবধি চিনি, বরং এই সম্ভাস্ত বিচারাসনস্থ লোকদিগের সাক্ষাতে শপথ করিয়া ইহা কহিতে পারি যে— এই অবসরে বিচারকর্ত{য় তাহাকে শপথ করাইতে কহিলেন । অতএব তাহারা তাহাকে দিব্য করাইলে পর সে কহিতে লাগিল, ঐ ব্যক্তির নাম অতি সুশ্রাব্য হইলেও সে আমাদের দেশমধ্যে সৰ্ব্বাপেক্ষা অধম, কেননা সে না মানে রাজাকে, না মানে প্রজাকে, না মানে ব্যবস্থা, না মানে ব্যবহার, কেৰল বিশ্বাস ও ধৰ্ম্মস্বভাব বিষয়ে যে কতকগুলীন রাজদ্রোহি সঙ্কল্প, তাহাতেই লোকদিগের প্রবৃত্তি জন্মাইতে চেষ্টা করে। বিশেষতঃ এক বার আমি উহাকে এই কথা কহিতে শুনিয়াছিলাম, ষে খ্ৰীষ্টধৰ্ম্ম এবং অামাদের এই * মায়াহটের ব্যবহার পরস্পর এমত বিপরীত যে কোন প্রকারে ঐক্য হুইবার সম্ভাবনা নাই। এই রূপ কথাতে ঐ ব্যক্তি আমাদের তাবৎ প্রশংসনীয় ক্রিয়া নিন্দ করে, কেৰল তাহ নয়, বরং অামাদিগকেও পর বিচারাধ্যক্ষ কহিলেন, তোমার আর কোন কথা

  • াছে কি না? '.