বিষয়বস্তুতে চলুন

পাতা:যাত্রিকের গতি.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেষপালকদের সহিত কথোপকথন । ን› ዓ © গন্তব্য, তাহদের পক্ষে বড় দূর নয়, কিন্তু তম্ভিন্ন লোকদের পক্ষে বহু मृद्ध ।

  • খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসিল, ঐ পথ নিঃশঙ্ক কি সশঙ্ক?

• মেষপালকের কহিল, যাহাদের জন্যে তাহার নিঃশঙ্কত নিরূপিত হইয়াছে, তাহাদের পক্ষেই তাহা নিঃশঙ্ক, কিন্তু দুরাচারিগণ তাহার মধ্যে পতিত হইবে। অপর খ্ৰীষ্টীয়ান জিজ্ঞাসা করিল, কেমন ? এ স্থানে কি পথশ্রাস্ত দুৰ্ব্বল যাত্রিদিগের শ্রান্তি দূর করিবার উপায় আছে ? তাহাতে মেষপালকেরা কহিল, এই পৰ্ব্বতের কর্তী অামাদিগকে এই আজ্ঞা দিয়াছেন, তোমরা অতিথিসেবা বিস্মত হইও না ; অতএব এই স্থানে যে কিছু উত্তম দ্রব্য অাছে সে সকলি তোমাদের । এই রূপ কথোপকথনের দ্বারা মেষপালকেরা যখন মনে ২ বুঝিল, কঁ1, ইহারা প্রকৃত যাত্রী বটে, তখন তাহারাও তা হাদিগকে জিজ্ঞাসা করিতে লাগিল, তোমরা কোথাচাইতে আসিয়াছ ? এবং এ পথে কি প্রকারে প্রবিষ্ট হইয়া সাহস পুৰ্ব্বক এতো দূর আসিয়াছ ? কেননা আমরা দেখিতেছি, যাহার এই স্থানের প্রতি মুখ হইয়া যাত্র। অরম্ভ করে, তাহাদের মধ্যে অতি অFপ লোক এত দূর আসিয়া এই পৰ্ব্বতে উপস্থিত হয় । তাহাতে তাহারা অন্য ২ স্থানে যে রূপ উত্তর করিয়াছিল, সেখানেও সেই মত, উত্তর করিল ; অতএব মেষপালকের তাহাদের উত্তর শুনিয়া অতি সন্তুষ্ট হইয়া তাহাদের প্রতি শুভদৃষ্টি পুৰ্ব্বক কহিল, এই * রমণীয় পৰ্ব্বতে তোমাদের মঙ্গল হউক । অপর’ * জ্ঞানী ও * পরীক্ষিত ও * সচেতন ও * সরল এই চারি জন মেষপালক তাহাদের হাত ধরিয়া আপ Q 3