বিষয়বস্তুতে চলুন

পাতা:যাত্রিকের গতি.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&@发 ভয়শীলায় সহিত কথোপকথন । হার গৃহে প্রবেশ করিয়া দেখিল যে সে আপন গৃহ পরিত্যাগ করিয়া যাইতে আয়োজন করিতেছে । তাহাতে তাহার কছিল, এই সকলের তাৎপৰ্য্য কি ? • গ্ৰীষ্টীয়ানী উত্তর করিয়া • ভয়শীল নামে তাহাদের মধ্যে জ্যেষ্ঠ স্ত্রীকে কহিল, আমি যাত্রা করণার্থে প্রস্তুত হইতেছি। যে “ ভয়শীল - দুর্গম নামক পৰ্ব্বতে খ্ৰীষ্টীয়ানের সহিত মিলিত হইয়। সিংহের ভয় প্রযুক্ত তাহাকে ফিরাইতে চেষ্টা করিয়াছিল, ঐ * ভয়শীল সেই ব্যক্তির কন্যা জানিবা । -

  • ভয়শীল জিজ্ঞাসা করিল, কোন যাত্রা করিব ? * খ্ৰীষ্টীয়ানী কহিল, আমার প্রিয় স্বামির পশ্চাৎ গমন করিব । এই কথা কহিয়া ক্ৰন্দন করিতে লাগিল ।
  • ভয়শীল কহিল, হায় প্রতিবাসিনি! এমত যেন না হয় ! আমি তোমার প্রিয় সন্তানগণের হিতার্থে বিনতি করি, এই রূপ অবিবেচিক হইয়া আপনার অনিষ্ট অাপনি করিও না ! *
  • খ্ৰীষ্টীয়ানী কহিল, আমার সন্তানেরাও আমার সহিত যাইবে; তান্ধাদের এক প্রাণীও পশ্চাৎ থাকিতে ইচ্ছুক নয়। * ভয়শীল কহিল, স্থায় ! এ কি আশ্চৰ্য্য ! বল দেখি, কি কারণে কিম্বা কাহার পরামশে তোমাদের এমত প্রবৃত্তি জন্মিয়াছে ? : -

তাহাতে সে কছিল, হে প্রতিবাসিনি, আমি যে জ্ঞান পাইয়াছি, তাহা যদি তুমি পাইতা, তবে অবশ্য আমার সহিত তুমিও গমন করিতা । -

  • ভরশীলা কহিল, নিবেদন করি; এমন কোন স্থত গুর্গম পাইয়া তুমি আপন বন্ধু বান্ধবদিগের প্রতি বিরক্ত হইয়া সকলের অবিদিত দেশে যাইতে উদ্যত হইলা?

শ্ৰীষ্টীয়ানী উত্তর করিল, যদবধি আমার স্বামী অা