পাতা:যাত্রিকের গতি.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মথির পীড়িত হ গুন। ● २ @ ড়িত হইয়া বড় ক্লেশ পাইতে লাগিল ; বিশেষতঃ তাহার উদরে বেদন হওয়াতে সে কখন ২ কোঙ্গা হইত। অতএব সেই বাটীর নিকটে “ নিপুণ নামে যে প্রাচীন সুপরীক্ষিত চিকিৎসক বাস করিত, গৃহস্তের • খ্ৰীষ্টীয়ানীর বাক্যেতে তাহাকে ডাকাইলে সে শীঘ্ৰ আসিয়া উপস্থিত হইল । এবং গৃহমধ্যে প্রবিষ্ট হইয়া বালককে দেখিয়া নিশ্চয় করিল যে তাহার শূলব্যথা জন্মিয়াছে। পরে সে তাহার মাতাকে জিজ্ঞাসা করিল, এই কএক দিন * মথি কি ২ আহার করিয়াছে ?

  • খ্ৰীষ্টীয়ানী কহিল, এ সুপথ্য ব্যতিরেকে অন্য কিছু ভক্ষণ করে নাই ।

চিকিৎসক কহিল, এ দুর্জর কোন দ্রব্য অবশ্য খাইয়া থাকিবে ; ঔষধ না করিলে ইহার উপশম হইবে না; জোলাপ না দিলে এ বাচিবে না। তাছা শুনিয়া • শিমুয়েল কহিল, ও মা, জান কি ? আমরা এই পথের মাথার, দ্বার ছাড়াইলে পরে দাদা কি ফল পাড়িয়া খাইয়াছিল ? তোমর মনে থাকিবে, পথের বাম পাশ্বে ভিত্তির অন্যদিগে এক ফলে।দ্যান ছিল ; ঐ উদ্যানের কতক বৃক্ষের শাখা প্রাচীরের উপর দিয় নত হইয়া পড়িয়ছিল, তাহাতে দ।দ তাহার ফল পাড়িয়া খাইল । R - তাহাতে - খ্ৰীষ্টীয়ানী কহিল, হুঁ, বৎস, সত্য কহিলা সে কিছু লইয়া খাইয়াছিল ; আমি বারণ করলেও ক্ষান্ত হইল না । r তাহা শুনিয়া চিকিৎসক কহিল, দেখ, এ যে কুপথ্য কোন দ্রব্য অাহার করিয়াছিল, তাহা অামি নিশ্চয় জানিলাম। এবং তাবৎ কুপথ্যের মধ্যে সৰ্ব্বাপেক্ষ কুপথ্য দ্রব্য সেই ফল। সে বালসিয়ুবের উদ্যানের ফল জ।নিবা । 2 р