পাতা:রমা-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇē :ు রমেশের বাটীর অন্তঃপুর। তাহার শয়ন কক্ষে বসিয়া রমেশ গভীর রাত্রি পর্য্যন্ত লেখাপড়া করিতেছিল। অকস্মাৎ নেপথ্যে কাহার ক্ৰন্দনের শব্দ শুনা গেল, এবং পরক্ষণে BBBB BBB BBB BBBBB BBS BBB BSBB DBB BBB BBB BBB S রমেশ বাস্ত হইয়| উঠিয় দাড়াইল । ভৈরব। ( সবোনান ) বাবু, আমি ধনে প্রাণে মারা গেছি। রমেশ । ব্যাপার কি সরকার মশাই ? গোপাল সরকার ; কাজ সেরে গুতে যাচ্ছিলেম বাবু, হঠাৎ কোথা থেকে ছুটে এসে আচাযিা মশাই গল| জড়িয়ে ধরেছে। গলাও ছাড়ে ন}, কান্নাও থামায় না । রমেশ । কি ক’লে৷ আচযিা মশাই ? : ভৈরব। বাবু গো আমি একেবারে গেছি। ছেলেপুলের হাত ধরে এবার গাছতলায় শুতে হবে । রমেশ । গাছতলায় কেন ? ঘর কি হ’ল ? ভৈরব। আর নেই,—নিলেম করে নিয়েছে । রমেশ। এই তো সকালেও ছিল। এরই মধ্যে কে নিলেম ক’রে নিলে ? ভৈরব। কে এক সনৎ মুখুয্যে বাবু, গোবিন্দ গাঙলীর খুড়শ্বশুর। ক্রমান গোপাল সরকার। আরে, আমার গলা ছাডুন না । বাবুকে সমস্ত বুঝিয়ে বলুন,-কে নিলে, কেন নিলে, খামোক আমাকে জড়িয়ে ধরে থাকৃলে কি হবে ? ছাডুন। ভৈরব। (গলা ছাড়িয়া ) এক হাজার সাতাশ টাকা পাচ আন ছ’ পাই,-বাবু গো, ধনে প্রাণে গেলাম ।