বিষয়বস্তুতে চলুন

পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ রাঘব-বিজয় কাব্য JAe AeeeAeAeMMAMAMeAeAMMS উঠিছে মৰ্ম্মরধ্বনি রহিয়া রহিয়া ;– পাশি প্রণয়িনী ধনী বিরহ-বিধুরা কঁদিছেন সতী-শোকে সমঃখে দুঃখী । রক্ষ-প্রতিহারি-কুল কঠোর নির্দয় শাসিতেছে প্রকৃতিরে বিকট নিনাদে ; নীরব প্রকৃতি সতী অমনি সভয়ে, নীরব জলদ যথা তড়িৎ-তর্জনে । দ্বারে দ্বারে রঘুসৈন্ত সে ঘোর নিশীথে জাগিছে নিঃশঙ্কমনে লঙ্কার চৌদিকে।